জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমায় চান্দের গাড়ি উল্টে লিংএ খুমি (১৮) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সুগার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
সোমবার (৪ মার্চ) সকালে রুমা সদর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিংএ খুমি ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়া গ্রামের কুহই খুমির মেয়ে।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা (২৫)। তারা সবাই সদর ইউনিয়নের সামাখাল পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা বলেন, চান্দের গাড়িটি রুমা উপজেলার সামাখাল পাড়া থেকে রুমা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে সদর ইউনিয়নের নাজেরাটের বমপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশেই উল্টে যায়।
আরও পড়ুন: ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
এ সময় গাড়ি থেকে ছিটকে পড়েন লিংএ খুমিসহ বাকি ৩ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিংএ খুমিকে মৃত ঘোষণা করেন।
রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রুমায় চান্দের গাড়ি উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত নারীর মরদেহও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সান নিউজ/এসআর/এনজে