জেলা প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীর পুরানা পল্টনে আগুন
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)। সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিস্ত্রির কাজ করতেন।
আরও পড়ুন: বিশ্ব চিন্তা দিবস
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। তারা বাসুদেবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান।
এ সময় গুরুতর আহত অবস্থায় সবুজ হোসেনকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
আরও পড়ুন: মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৬
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এনজে