জেলা প্রতিনিধি: সিলেট জেলার কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় সিএনজিচালিত অটোরিকশা চালক আলমগীর হোসেন (৩২) নামের কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ভোলায় বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারের পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে।
নিহত অটোচালক ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। স্থানীয়রা এই বিষয়টি মীমাংসা করে দেয়। ঘটনার কিছু সময় পর সাদিক আহমদ ও তার সঙ্গে থাকা আরও এক যুবক ফের ঘটনাস্থলে এসে অটোরিকশায় বসে থাকা আলমগীরকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। পরে উত্তেজিত হয়ে ঘাতকদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
আরও পড়ুন: হাসপাতালের ৫ দালালকে ১০ দিনের কারাদণ্ড
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সিএনজিচালিত অটোরিকশা চালকের হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘাতকদের গ্রেফতারে কাজ শুরু করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সান নিউজ/ এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            