সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা
সারাদেশ

ভোলায় আলাউদ্দিন হত্যায় বাবা ও স্বজনদের আসামি করার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: মনপুরা উপজেলার ফকিরহাট বাজারের ব্যবসায়ী ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট আলাউদ্দিন মোল্লা হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনেরা।

তাদের অভিযোগ, মোটা অংকের টাকা বিনিময়ে কয়েকজন আসামিকে বাদ দিয়ে মামলা নষ্ট করতে নিহতের বাবা, মামলার বাদী ও সাক্ষীসহ পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করেন নিহতের বাবা মজিবল হক মোল্লাসহ পরিবারের সদস্যরা।

মজিবল হক মোল্লা জানান, তার ছেলে আলাউদ্দিন মোল্লা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় গত বছরের ০৬ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে নিজের ঘরের সামনে খুনিরা তাকে গলা কেটে হত্যা করে। তার আরেক ছেলে জাফর মনপুরা থানায় হত্যা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. জয়নাল, মো. আবু কালাম, দিবাকর সরমা, আবুল কালাম (এসএ), মাকসুদ, শামিম, শাহিন ও রনিকে গ্রেপ্তার করে। পরে রিমান্ডে আসামিরা হত্যার দায় স্বীকার করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘আসামিরা জামিনে বের হয়ে এসে নিহত আলাউদ্দিনের স্ত্রী শাহানাজ আক্তার রিতু ও তার বাবা আবু কাশেমের সঙ্গে মোটা অংকের অর্থে সমঝোতা করেন। পরে রিতু ও তার বাবা মামলাটিকে নষ্ট করতে গত ৩ সেপ্টেম্বর মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন করে মামলা করেন। ওই মামলায় আবুল কালাম (এসএ), মাকসুদ, শামিম, শাহিন ও রনিকে বাদ দিয়ে ও পুরোনো মামলার তিন আসামি জয়নাল, আবু কালাম ও দিবাকরের সঙ্গে আমাকে ও আমার ছেলে জামাল, জাফর, মহসিন, মাইনুদ্দিন, সামসুদ্দিন ও মামলার প্রধান সাক্ষী শামিম মাস্টারকে আসামি করা হয়েছে।’

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ছেলে হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করে নিহতের বাবা কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন।

নিহতের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা