ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক অসহায় গৃহবধূর বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: প্রবাসির জমিতে বসতবাড়ি নির্মাণের চেষ্টা
স্থানীয়রা জানান, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বারেক মিয়ার স্ত্রী হ্যাপি আক্তারের বসতঘর ভেঙে দিয়েছে তার স্বামী।
হ্যাপির অভিযোগ, তার স্বামীর প্রথম স্ত্রী সুফিয়া তাকে বাড়ী থেকে বের করে দিতেই এমন পায়তারা করছেন।
আরও পড়ুন: নারীকে অপহরণের চেষ্টা, আটক ৬
সুফিয়া বিদেশে থাকাকালীন সময় তার স্বামী বারেক মিয়া হ্যাপিকে বিয়ে কনে এবং তারা ৪ সন্তানের জন্ম দেন। হ্যাপি ৪ সন্তানের মধ্যে এক সন্তানকে পালক রেখে ৩ সন্তান নিয়ে ওই বাড়ীতে থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ ব্যাপারে বারেক মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            