জেলা প্র্রতিনিধি: ভোলায় দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছেন। অপর দিকে দুইটি সহসভাপতি, দুইটি সহ-সম্পাদক ও দুইটি পাঠাগার সম্পাদকসহ আট পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্যানেল।
আরও পড়ুন: পিকআপ চাপায় প্রাণ গেল শিক্ষকের
শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যার দিকে ঘোষিত ফলাফলে এদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত প্যনেলের বিজয়ীরা হলেন, সভাপতি এ্যাডভোকেট মো. বশীর উল্লাহ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মাহাবুবুল হক লিটু, অর্থ সম্পাদক এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী (চৌধুরী), নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. বাবুল হাসান ও মো. রুবেল (২)।
আরও পড়ুন: সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত
বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন, সহসভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও এ্যাডভোকেট মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আরিফুর রহমান (১) ও এ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এ্যাডভোকেট এসএম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক এ্যাডভোকেট মো. জাবেদ ইকবাল ও এ্যাডভোকেট মো. শামীম আহমদে, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. মাহাববুর রহমান (২)।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট আলহাজ¦ মো. নাছির। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ-১ মো. আব্দুল হালিম ও সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারি জজ মো. ফজলুর রহমান।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            