নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন : সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক
সোমবার (২০ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০৩ ইয়াবা, পাঁচ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ছয় গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আরও পড়ুন : খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব আটক
গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে।
সান নিউজ/এমআর