সারাদেশ

লক্ষ্মীপুর ৩-এ দুই পার্টির ভোট বর্জন

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নানান অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি ও জাকের পার্টির দুই প্রার্থী।

রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর প্রেসক্লাবে দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক) ও দুপুর ২টার দিকে জাকের পার্টির প্রার্থী শামসুল করিম খোকন (গোলাপ ফুল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন।

আরও পড়ুন: গাজীপুরে গ্যাসবাহী কাভার্ডভ্যানে আগুন

জাপা প্রার্থী রাকিব হোসেন অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের লোকজন ব্যাপক জাল ভোট দিয়েছে। ভোটারবিহীন ফাঁকা কেন্দ্র হলেও অতিরিক্ত ব্যালট কাটা হচ্ছে। দেখা গেছে, কেন্দ্রে ভোটার ১০ জনও নেই, কিন্তু ভোট পড়েছে শতাধিক। অধিকাংশ কেন্দ্রের অবস্থা একই রকম। এসব বিষয়ে তার (লাঙ্গল প্রতীক) এজেন্ট প্রতিবাদ করলে তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।’

তিনি আরও অভিযোগ করে বলেন, এছাড়াও সকাল থেকেই কিছু কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়নি।

জাপা প্রার্থী রাকিব আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বিধায় আমি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি আমি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি।’

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এদিকে একই ধরনের অভিযোগ এনে জাকের পার্টির শামসুল করিম (গোলাপ ফুল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সকাল থেকে ৩৫টি কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা অনিয়ম ও কারচুপি করছে এবং আমার এজেন্টদের বের করে দিয়েছে। তাই আমি ভোট বর্জন করেছি।’

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ বিষয়ে বলেন, ‘আমি সকাল থেকে মাঠে ছিলাম। ভোটের পরিবেশ ভালো। কিন্তু আমাদের কাছে জাতীয় পার্টির প্রার্থী বা অন্য কোনো প্রার্থী অনিয়মের বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি।’

লক্ষ্মীপুর-৩ আসনে জাতীয় পার্টির ও জাকের পার্টির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং পিপলস পার্টির আম প্রতীকের সেলিম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দেওয়া যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে...

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা...

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এনসিপি ও এলডিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে আরও দুটি রাজনৈতিক দল যুক্ত...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিপিবি প্রার্থী শ. ম. কামাল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপ...

পদ ও প্রার্থিতা ছাড়লেন ফেনী-৩ আসনের এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব পদ-পদবি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩...

নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত...

কুষ্টিয়ার মিরপুরে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৬০ জন শিক্ষার্থী

কুষ্টিয়ার মিরপুরে বেসরকারি উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা