নৌরুটে দুর্ভোগ চরমে
সারাদেশ

নৌ-রুটে দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক:

পদ্মার নাব্যতা সংকট ও বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে বারবার বিঘ্ন হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। মূলত দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৌ-রুট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি

এছাড়া পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যার ফলে দুই নৌ-রুটে উপচেপড়া ভিড় দেখা গেছে। ঘাটে ভিড়তে ফেরিগুলোর দ্বিগুণেরও বেশি সময় লাগায় দুই ঘাটেই অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

রোববার (৩০ আগস্ট) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠাবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল শুরু করেছে। ১৬টি ফেরির মধ্যে বর্তমানে তিনটি কে-টাইপ ও দুটি মাঝারিসহ মোট পাঁচটি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় চলাচল বন্ধ ও সীমিত পরিসরে ফেরি চলার কারণে শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন। সকাল থেকেই ঘাটে ভিড় বাড়তে থাকে যানবাহনের। এতে পদ্মা পাড়ি দিয়ে গন্তব্য পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে দক্ষিণবঙ্গগামী হাজারো যাত্রীকে।

সরেজমিনে রোববার দুপুরে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শিমুলিয়া ঘাটের পুরো এলাকাজুড়ে ছোট-বড় গাড়ির দীর্ঘ সারি। তীব্র গরমের মধ্যে নদী পারাপারের জন্য অপেক্ষা করছেন হাজার হাজার যাত্রী।

যাত্রীরা জানান, সীমিত ফেরি চলাচল করলেও নদী পারাপারে অনেক বেশি সময় নিচ্ছে ফেরিগুলো। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বড় পণ্যবাহী ট্রাকগুলো।

বিআইডব্লিটিসি শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, দুর্ঘটনা এড়াতে নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল করছে। অ্যাম্বুলেন্স ও জরুরি গাড়িগুলো অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নৌরুটে ড্রেজিংয়ের কাজ চলছে। নৌরুটের চ্যানেল ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

অন্যদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ামুখী ফেরিগুলোকে উজানের তিন কিলোমিটার ঘুরে ঘাটে যেতে হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগছে ফেরিঘাটগুলোতে পৌঁছতে। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যাত্রী ও চালকেরা পড়ছেন চরম দুর্ভোগে।

রোববার বেলা ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে তিনশ পণ্যবাহী ট্রাক, ৫০টি যাত্রীবাহী বাস ও আর সি এল মোড়ে প্রায় ৮০/৯০ টি পণ্যবাহী গাড়ি পারের অপেক্ষায় আছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা