নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ২ কেজি ৩শ গ্রাম গাঁজা ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আরও পড়ুন : এদেশে কেউই সংখ্যালঘু নয়
গ্রেফতার রাহাদুল ইসলাম (২৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মহিষ ওয়ালা বাড়ির মো. মামুনের ছেলে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ঘোষবাগ গ্রামের ইসমাইল পোলট্রি খামার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : বিদেশিদের মাতবরি সহ্য করা হবে না
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সান নিউজ/এমআর