বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পরে নবরুপে ফিরেছে যশোরের শার্শা-জামতলার ৭ কিলোমিটার সড়কটি। দীর্ঘদিন ধরে ভাঙ্গা-চোরা ও খানাখন্দ ভরা অবস্থায় চরম অবহেলায় পড়ে থাকা সড়কটি সংস্কার করে নবরুপে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছে শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।
আরও পড়ুন: যশোরে ট্রেন উল্টে যোগাযোগ বন্ধ
সড়ক সংস্কারের পর থেকে এ সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পথচারী আব্দুর রব বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙ্গা-চোরা ও খানাখন্দ ভরা থাকায় চলাচলে অনেক কষ্ট হতো। এখন সড়কটি চলাচলের উপযোগী করায় অনেক ভালো লাগছে।
এ সড়কে চলাচলকারী ইজিবাইকের চালক শামছুল আলম বলেন, সড়কে চলাচল করতে গিয়ে আমাদের যানবাহনের ব্যাপক ক্ষতি হতো।
আরও পড়ুন: যশোরে স্বর্ণের বারসহ আটক ২
গাড়ি মেরামত করতে গিয়ে ইনকামের সব টাকা খরচ হয়ে যেতো। ফলে সংসার চালাতেও খুব কষ্ট হতো। এখন কোন খরচও নেই। আর অল্প সময়ের মধ্যে গন্তব্যে যেতে পারছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরের ৩ জানুয়ারি এ সড়কের কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ঝিকরগাছার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজ। চলতি মাস থেকে যানবাহনসহ পথচারীদের জন্য খুলে দেয়া হয় সড়কটি।
সড়কটি নতুন করে সংস্কার করতে খরচ হয়েছে ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৭৪৯ টাকা।
আরও পড়ুন: ১৩ অঞ্চলে বৃষ্টির আভাস
শার্শা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান বলেন, শার্শা-জামতলা সড়কের সংস্কারণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। আশা করছি, এ সড়ক ব্যবহারকারীরা খুব ভালোভাবে চলাচল করতে পারবে।
সরকারের সড়ক উন্নয়ন কর্মসূচীর যে ধারা অব্যাহত রয়েছে, সে ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি সড়কেই পর্যায় ক্রমে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আশা করছি, কোন সড়কই চলাচলে আর অনুপযোগী থাকবে না।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            