জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিররবন্দরে মাদকাসক্ত লাবু হোসেন লিমন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন : সর্বজনীন পেনশন বৈষম্য দূর করবে
বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবু ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, লাবু দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার টাকার জন্য বাসায় প্রায় ঝগড়া করতো। নেশার টাকা না দিলে বাসার মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিত। কিছুদিন আগে নেশা করার সময় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। পরে জামিনে বের হয়ে বাড়ি এসে আবারও নেশার টাকার জন্য মা-বাবাকে গালিগালাজ করতো ও মারধর করতে যেত। পরে তার বাবা শহিদুল ইসলাম লাবুর মামাদের বিষয়টি জানালে তারা গতকাল রাতে লাবুর হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করলে ঘটনাস্থলেই লাবু মারা যায়।
আরও পড়ুন : কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            