শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনি গ্রামে বাবার মৃত্যুর খবর শুনে দেখতে আসার পথে সড়ক দূর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু
সোমবার (৫জুন) দুপুর ১টা ৪০ মিনিটের সময় নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলাইমান সরদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দনি গ্রামের সদ্য প্রয়াত সোহরাব সরদারের ছেলে।
জানা যায়, সোলাইমান সরদারের বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি অবস্থায় ছিলেন। সোমবার দুপুর ১ টার দিকে সোহরাব সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে
বাবার মৃত্যুর খবর শুনে বাবাকে দেখতে শরীয়তপুর সদর হাসপাতালের দিকে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় পিছন থেকে ছুটে আসা দ্রুতগতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল
এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা করা হবে।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            