সারাদেশ

ফ্রি হাটে ঈদের কেনাকাটা 

ঈশ্বরগঞ্জ(প্রতিনিধি) : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই ঈদে নতুন পোশাকের আনন্দই আলাদা। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই মানুষের ভিড় বাড়ছে মার্কেটগুলোতে। তবে সমাজের যারা কর্মহীন কিংবা নিম্নআয়ের মানুষ, তাদের কাছে ঈদে নতুন পোশাক অনেকটাই দুষ্প্রাপ্য ব্যাপার। তবে অন্যদের মতো অসহায় এসব মানুষও যেন আনন্দে ঈদ করতে পারে সেজন্য ঈদের ফ্রি হাটের আয়োজন করেছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আরও পড়ুন : ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

বুধবার(১৯ এপ্রিল) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও তাদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এ আয়োজন করে সংগঠনটি। এদিন উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের আঠারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭ শতাধিক কর্মহীন ও অসহায় নিম্নআয়ের মানুষ পেয়েছেন নতুন জামা, শাড়ি, লুঙ্গিসহ ঈদসামগ্রী। বিনিময়ে দিতে হয়নি কোনো টাকা।

সরজমিনে ফ্রি হাটের স্টল ঘুরে ঘুরে দেখা গেছে, ছয়টি স্টলে সারি সারি সাজানো রয়েছে ঈদ সামগ্রী। বিক্রেতা হিসেবে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। ক্রেতা অসহায় মানুষ।সারি সারি স্টল সাজানো শাড়ি, লুঙ্গি ও বাচ্চাদের বাহারি পোশাকে। সাজনো হয়েছে অনেকটা শপিং সেন্টারের মতো। সঙ্গে ছিল কসমেটিকস পণ্য, মেহেদি, চাল, সেমাই, চিনি, তেলসহ নানা রকমের ঈদসামগ্রী। নারী, পুরুষ ও শিশুদের জন্য ছিল আলাদা পোশাক। নিজেদের প্রয়োজন মতো স্টলগুলো থেকে বিনামূল্যেই সেগুলো নিতে পারছেন সবাই। এতে খুবই খুশি ওই এলাকার নিম্নবিত্তরা। ঈদে নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও। ফ্রি হাটে ঈদের কেনাকাটায় অংশ নেন শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুকসহ অসহায় ৭ শতাধিক পরিবার।

আঠারবাড়ি গ্রামের হুইলচেয়ার আসা প্রতিবন্ধী কামাল বলেন, 'মাগনা যে ঈদের মার্কেট করা যায় এটা কোনোদিন জানতাম না। মুক্তির বন্ধন ফাউন্ডেশন মাগনা দিল ঈদের মার্কেট। ঈদের মার্কেট ও কেনাকাটা লইয়া আর চিন্তা করন লাগবো না।'

দক্ষিণ বনগাঁও গ্রামের সাদিয়া বলেন, আব্বার কাছে টাকা চাইছিলাম মার্কেট করার লাগি,কিন্তু আব্বার কাছে টাকা নাই। তারা আমাকে ঈদের মার্কেট করে দিছে, আমি খুব খুশি।

আরও পড়ুন : শেখ হাসিনাই আমাদের শেষ ভরসা

এদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই হাটের কার্যক্রম। ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাহনাজ পারভিন,হাবিবুল বাশার সুমন, ও আব্দুস সামাদ ঝুমন জানান, বরাবরের মতো এ বছরও ঈদের আগ মুহূর্তে ঈদ উপহার দিতে পেরে তারাও আনন্দিত। বিত্তবানদের সহযোগিতায় চলছে এই উদ্যোগ। যার ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, যুব সমাজের এমন উদ্যোগ আমাদেরকে আশান্বিত করে। তাদের এমন মানবিক কার্যক্রম আগামী দিনে নিজেদের আরও সমৃদ্ধ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন : রামগড়ে ভারতীয় ঔষধ জব্দ

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরণের কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ...

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে...

শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানম...

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস গাড়ি

দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ...

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির...

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা