জেলা প্রতিনিধি : গাজীপুরে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে মুশফিক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আরও পড়ুন : দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন
বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুশফিক রাজশাহীর মোস্তাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন- রুবেল (৩০), মোছা. মুক্তা (২৫), মো. জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদের নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের কাজ চলছিল। রাতে ওই নির্মাণাধীন ভবনের তিন তলার দেওয়াল ধসে পাশের মো. বাচ্চু খানের টিনশেডে পড়ে। এতে মুশফিক ও তার মা মোছা. মুক্তাসহ ওই ভাড়া বাসার পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুশফিক মারা যায়।
আরও পড়ুন : ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্প
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, দেওয়াল ধসে এক শিশু মারা গছে। আহত হয়েছে চারজন।
তিনি আরো বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
সান নিউজ/জেএইচ