ছবি : সংগৃহিত
সারাদেশ
টঙ্গীবাড়িতে উপ-নির্বাচন

২ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের উপ- নির্বাচনে দাখিলকৃত ৩ আওয়ামী লীগ নেতার মনোনয়ন পত্রের মধ্যে ২ বিদ্রোহীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন জেলা নির্বাচন কমিশন।

আরও পড়ুন : ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

সোমবার (২০ফেব্রুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি এবং সোনারং- টঙ্গীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেলের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। তবে তারা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন ‌।

রোববার (১৯ ফেব্রুয়ারি) টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শুধু আওয়ামী লীগের ৩ নেতা মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে ১ জন দলীয় মনোনিত নৌকা প্রতীকে, বাকি ২ জন বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন। জমাদানকারী প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ ছাড়া এখন আর কারও বৈধ মনোনয়ন পত্র রইল না। টঙ্গীবাড়ি উপজেলায় আগামী ১৬ মার্চ উপ- নির্বাচন অনুষ্ঠিত হইবে।

আরও পড়ুন : বাবার লাকড়ির আঘাতে ছেলের মৃত্যু

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত বছরের ১৭ অক্টোবর বিকেল ৩ টার দিকে বার্ধক্যজনিত কারনে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে, উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য হয়।

২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যূতে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য হওয়া এই উপজেলায় আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হইবে।

আরও পড়ুন : উলিপুরে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এদিকে, এই উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর, সকলের মনোনয়ন বৈধ হয়েছে। শুধু সংরক্ষিত মহিলা সদস্য পদে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও ৩৫ জন পুরুষ সদস্যদের সকলের মনোনয়ন পত্র বৈধ হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা রাহাত খান রুবেল বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীনের একটা ঋণের ব্যাপারে আমি গ্যারান্টেড হয়েছিলাম। যার কারণে আমার মনোনয়ন পত্র আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে । আমি এ ব্যাপারে আপীল করবো এবং নির্বাচনও করবো।

এ ব্যাপারে মানিক মিয়া বাচ্চু মাঝির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে। পরেও কল করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন : আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বসির আহমেদ বলেন, উপজেলা নির্বাচনে দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে । তবে তারা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। এদের মধ্যে রাহাত খান রুবেলকে ঋণ খেলাপির অভিযোগে। মানিক মিয়া বাচ্চু মাঝি তার প্রদত্ত ভোটার তালিকায় ভোটারদের স্বাক্ষর গরমিল থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ বলেন, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭৬ জন। ভোটার সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ১৬ মার্চ (ইভিএম) প্রদ্ধতিতে উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। উপজেলায় মোট ৮৪ টি ভোট কেন্দ্রে ভোট হইবে।

আরও বলেন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী আছিয়া বেগমের নির্বাচনের বয়স না হওয়াতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। ইউনিয়নটিতে আগামী ১৩ মার্চ (ইভিএম) এ ভোট গ্রহন হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পতনের কারণ: দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল...

ঢাকার পাতাল মেট্রো প্রকল্পে স্থবিরতা, বাস্তবায়নে লাগবে আরও এক যুগ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২...

আজ থেকে শুরু জাটকা ইলিশ ধরায় আট মাসের সারাদেশব্যাপী নিষেধাজ্ঞা

দেশের প্রধান মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক...

শেখ হাসিনার সাবেক পিয়ন থেকে ‘কোটিপতি জাহাঙ্গীর’, ১০০ কোটি টাকার পাচার মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবে...

জাল টাকা দিয়ে কেনাকাটা, কৃষকদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করা...

গণভোটে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: শফিকুল আলম

গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্তই হোক...

দীর্ঘ ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন, ১২ নির্দেশনা

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে পর্যটকদে...

সমবায়ভিত্তিক অর্থনীতি হবে বৈষম্যমুক্ত বাংলাদেশের ভিত্তি: ড. মুহাম্মদ ইউনূস

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে একটি আত...

আজ থেকে শুরু জাটকা ইলিশ ধরায় আট মাসের সারাদেশব্যাপী নিষেধাজ্ঞা

দেশের প্রধান মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা