সারাদেশ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে হেনস্থা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব ও হেনস্তা করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ও তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: মালদ্বীপে অগ্নিকাণ্ড বাংলাদেশিসহ নিহত ১১

জানা গেছে, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর স্কুল এন্ড কলেজের ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক রাসেল আহমেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটিতে যোগ দান করেন। গত ১৯ অক্টোবর শিক্ষক রাসেলের বিরুদ্ধে দশম শ্রেণি পড়ূয়া এক শিক্ষার্থী অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে ছাত্রীটি উল্লেখ করেন, রাসেলের কাছে প্রাইভেট পড়ার সময় ছাত্রীটিকে বিরক্ত করতেন। বান্ধবীদের দিয়ে নানান ধরণের কু-প্রস্তাব দেয়। এতে প্রাইভেট বন্ধ করে দিলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। এতেও রাজি না হলে শ্রেণি কক্ষে গালিগালাজ ও অপমান করেন শিক্ষক রাসেল।

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর থেকে অভিযুক্ত শিক্ষকের পাঠ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। শুধু এক শিক্ষার্থীই নয়, আরও কয়েক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গেও বাজে আচরণের অভিযোগ শিক্ষক রাসেলের বিরুদ্ধে।

অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যের কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সভায় অভিযুক্ত শিক্ষক রাসেলকে কেন বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে না সেই মর্মে শোকজ করা হয়েছে। সাতদিনের মধ্যে তাকেও জবাব দিতে হবে।

অভিযুক্ত শিক্ষক রাসেল আহেমদ বলেন, তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা। ছাত্রীটিকে ভালো লাগায় তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী আটক

চরজিথর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম বলেন, লিখিত অভিযোগ পেয়ে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স...

দেশ ছাড়ল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ব...

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচ...

হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাও

নিজস্ব প্রতিবেদক: হজ ফ্লাইট শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৪...

আগুনে পুড়ল ১০ দোকান 

জেলা প্রতিনিধি: গাইবান্ধা শহরের ক...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন...

প্লাস্টিক কারখানায় আগুন

জেলা প্রতিবেদক: গাজীপুর জেলার টঙ্...

অর্থনীতি সমিতির সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অর্থনীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা