সারাদেশ

রোগীর স্বজনদের ওপর আনসার সদস্যের হামলা

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের প্রবেশে পরিচালক ও আরএম’র নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন সেখানে কর্তব্যরত তওহীদ নামের এক আনসার সদস্য।

আরও পড়ুন: বাংলাদেশিসহ নিহত ১১

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলাম একটি নিউজের তথ্য সংগ্রহে গেলে তাকে তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করে এমন মন্তব্য করেন ওই আনসার সদস্য।

এর আগে সকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মো. ইমান আলীর ছেলে মো. আসাদুজ্জামান সুমন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার শিশু কন্যাকে চিকিৎসার জন্য যান। বেলা সাড়ে ১১টার দিকে ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে তার হেলমেট খুঁজে না পেয়ে সেখানে কর্তব্যরত আনসার সদস্যদের জানালে আনসার সদস্যরা এতে চড়াও হয়। সেখানে তাদের কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফুল নামের বেপরোয়া একজন আনসার সদস্য মো. আসাদুজ্জামান সুমনকে লাঠি দিয়ে আঘাত করে নাক ফাঁটিয়ে দেয়।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

এসময় তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেই ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে ওই সাংবাদিককে তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করতে তাকে জরুরি বিভাগে ঢুকতে বাধা দেয় আনসার সদস্য তাওহীদ।

ওই আনসার সদস্য তাওহীদ বলেন, জরুরি বিভাগে সাংবাদিকদের ঢুকতে গেলে আরএমও এবং পরিচালকের অনুমিত লাগবে। অনুমতি নিতে তাৎক্ষণিক হাসপাতালের পরিচালক ডা. কুদরত-এ-খোদাকে ফোন করেন ওই সাংবাদিক। মোবাইল ফোনে হাসপাতালের পরিচালক জানান, জরুরি বিভাগে সাংবাদিকদের ঢুকতে আমি নিষেধ করিনি। আপনি সেখানে ঢুকে তথ্য সংগ্রহ করতে পারেন তবে ছবি তোলা বা ভিভিও করা যাবে না। তাৎক্ষণিক ওই আনসার সদস্য সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে পরিচালকের সাথ কথা বলে জানান স্যার আপনাকে জরুরি বিভাগে ঢুকতে নিষেধ করেছেন।

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

এদিকে রোগীর স্বজনকে আনসার সদস্যদের হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী হড়দ্দাহ এলকার মো. তরিকুল ইসলামের ছেলে মো. সাইফুদ্দিনসহ সেখানে উপস্থিত একাধিক রোগীর তাদের স্বজনরা জানান, ‘একটি হেলমেটকে কেন্দ্র করে আসাদুজ্জামান সুমন ও আনসার সদস্যদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেখানে কর্তব্যরত একজন আনসার সদস্য সুমনের গালে চড় মারে। এরমধ্যে ঘটনা বুঝে ওঠার আগেই আশরাফুল নামের এক আনসার সদস্য লাঠি দিয়ে সুমনের নাকে সজোরে আঘাত করে। নাক ফেটে রক্ত বেরোলে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়’।

আনসার সদস্যদের হামলার শিকার আহত আসাদুজ্জামান সুমনের স্ত্রী জানান, ‘ঘটনাস্থলে সিসি টিভি লাগানো আছে। ফুটেজ দেখলে সব সত্য প্রকাশ পাবে’। পরবর্তীতে এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-এ-খোদা জানান, আমি ওই আনসার সদস্যকে এমন ধরণের কথা বলিনি’।

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

আনসার সদস্য কর্তৃক রোগীর স্বজনকে হামলার বিষয়ে পরিচালক জানান, ‘পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা সিসি টিভির ফুটের সংগ্রহ করে ঘটনা পর্যালোচনা করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. মহিউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে মনোনয়ন ফরম...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

ফুলবাড়ীতে বিজিবির অতিরিক্ত টহল তৎপরতা ও চেকপোস্ট স্থাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্র...

অস্ত্রসহ গ্রেপ্তার হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী 

শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী আব্দুল গফুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর...

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ...

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইস...

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন

সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা