সারাদেশ

নিরাপত্তাহীনতায় চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতির পরিবার

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের ওপর হামলার পর এবার তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় শামীম রেজার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন পরিবারটির সদস্যরা। ইব্রাহিম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ইব্রাহিম হোসেনের বড় ভাই জাহিদুর রহমান মিলন।

বিকালে যশোর জেনারেল হাসপাতালে ইব্রাহিমকে দেখতে যান যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এ সময় তিনি ইব্রাহিমের চিকিৎসার খোঁজ-খবর নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুর রহমান মিলন অভিযোগ করেন, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। বাবা আব্দুল খালেক চৌগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি চৌগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও তার ছোট ভাই ইব্রাহিম হোসেন চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি। ২০১৫ সালে ১৬ জুলাই ইব্রাহিম হোসেন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হলে শামীম তার বাহিনীর সদস্যদের নিয়ে ২০১৭ ও ২০১৯ সালে দুই দফা হামলা চালান। সর্বশেষ গত ১০ জুলাই শামীমের নেতৃত্বে বেড়গোবিন্দপুরের পারভেজসহ ১৩ জন ইব্রাহিম ও তার বন্ধু মিঠুনের ওপর হামলা করেন। তারা দুজনই বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এখন সন্ত্রাসীরা তার পরিবারকে হুমকি দিচ্ছে। এজন্য তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে ইব্রাহিমের বাবা আব্দুল খালেক, মা জহুরা বেগম, বোনের ছেলে সজল আহমেদ, প্রতিবেশি মাহিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা