সেরেস্তাদারের বিরুদ্ধে নথি গায়েবের অভিযোগ
সারাদেশ
বিরোধপূর্ণ জমি রেজিস্ট্রির পায়তারা

সেরেস্তাদারের বিরুদ্ধে নথি গায়েবের অভিযোগ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জে আদালতে এক সেরেস্তাদারের বিরুদ্ধে মামলার নথি গায়েবের অভিযোগ উঠেছে। শুধু নথি গায়েবই নয়, তিনি আদালতের স্থগিতাদেশ থাকা বিরোধপূর্ণ ওই জমি রেজিস্ট্রিও করে দিতে সাব-রেজিস্ট্রি অফিসে পাঠান।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

বিভিন্ন মামলায় আদালত বার বার নথি তলব করলেও তা অগ্রাহ্য করেছেন। তার এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে জেলা জজ বরাবর আবেদন করেছেন দুই আইনজীবী। এর প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য জেলা ও দায়রা জজ আদালত থেকে দায়িত্ব দেয়া হয় চুনারুঘাট আদালতের সহকারি জজ বেগম তামান্না ইয়াসমিনকে। এতে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল জানান, বিষয়টি দুইজন আইনজীবী সেরেস্তাদারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এটি আইনজীবী সমিতিতেও তারা অবহিত করেছেন।

তিনি বলেন, এ নিয়ে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এর সাথে সাক্ষাৎ করেছি। তাকে এ দু’টি বিষয়সহ আরও কয়েকটি বিষয় ছিল তা অবহিত করেছি। তিনি আমাদের আশ^স্ত করেছেন এগুলো তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন : ১৯ দিনের অকটেন মজুত আছে

অভিযুক্ত সেরেস্তাদার আব্দুল হান্নান বলেন, তারা যে অভিযোগ দিয়েছেন তা সঠিক নয়। প্রকৃতপক্ষে এখনও দলিল ইস্যুই হয়নি। রেজিস্ট্রিতো দূরের কথা। যদি রেজিস্ট্রি হয়ে থাকতো তবে দলিলের নাম্বার তারা অভিযোগ উল্লেখ করতেন। আর এ বিষয়ে যে তদন্ত কমিটি হয়েছে সে কমিটি এখনও আমাকে ডাকেননি।

অভিযোগকারী অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার বলেন, আমি মৌখিকভাবে অভিযোগ দেয়ার পরই তাকে সাথে সাথে আজমিরীগঞ্জ সহকারি জজ আদালতে বদলি করে দেয়া হয়। পরবর্তীতের আমরা আইনজীবীগণ বিজ্ঞ জেলা ও দায়রা জজের সাথে দেখা করে বিষয়টি তাকে অবহিত করি।

তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সেরেস্তাদার আব্দুল হান্নান যাচ্ছে তাই করছেন। মানুষকে ফাইল আটকে টাকা আদায় তার নিয়মিত ঘটনা। তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

অভিযোগে জানা যায়, চুনারুঘাট সহকারি জজ আদালতে একটি স্বত্ত্ব মামলায় বিবাদিপক্ষ পরাজিত হয়। এরপর মামলাটির বিবাদিপক্ষের দায়িত্ব নেন অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম তালুকদার। তিনি স্বত্ত্ব জারী মোকদ্দমা সংক্রান্ত মূল মোকদ্দমার বিরুদ্ধে (১৮৩/১৮ইং) স্বত্ত¡ আপিল দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। উক্ত স্থগিতাদেশ নিম্ন আদালতে পাঠাতে দেরি হওয়ায় স্বত্ত্ব জারি মামলার (১/১৯ইং) পরবর্তী কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়ে আইনজীবী আদালতে একাধিকবার দরখাস্ত দাখিল করেন।

কিন্তু সেরেস্তাদার আব্দুল হান্নান বাদিপক্ষে (ডিক্রিদার পক্ষ) অন্যায় সুবিধা নিয়ে বিরোধপূর্ণ জমির দখল দেখিয়ে দলিল রেজিস্ট্রি করার জন্য সাবরেজিস্ট্রি অফিসে প্রেরণ করেন। এদিকে দলিল হয়ে সেখান থেকে আসার পর যেন বাদিপক্ষ (ডিক্রিদার পক্ষ) তা আদালত থেকে উঠিয়ে নিতে না পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করতে আইনজীবী আরও একটি আবেদন করেন।

কিন্তু আবেদনটি সেরেস্তাদার অর্ডার সিটে নথিভূক্ত করলেও আপিল আদালতের স্থগিতাদেশসহ নথি গায়েব করে ফেলেন। অপর মুসলিম আইনের অগ্রক্রয়ের একটি স্বত্ত্ব মামলায় (৪৪/১০ইং) ডিক্রি হওয়ার পর সেরেস্তাদার আব্দুল হান্নান নথি গায়েব করে রাখেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

ডিক্রিদানকারী আদালতের পরবর্তী নির্দেশ বাস্তবায়নের জন্য নথি পরিদর্শন করতে গেলে এ তথ্য বেরিয়ে আসে। অনেক খোঁজেও নথি পাওয়া যায়নি। বিভিন্ন সময় সেরেস্তাদার পক্ষদ্বয়ের নিকট থেকে ৫শ’/৭’শ টাকা করে নিয়ে ১০/১৫ দিন পরে আসতে বলেন। এগুলো তার নিত্যদিনের ঘটনা।

অপরদিকে আইনজীবী শ্যামল কান্তি দাসের অপর একটি অভিযোগে জানা যায়, একই আদালতে একটি স্বত্ত্ব মামলার (৮৫/২০১৪ইং) মোকদ্দমার রায় ও ডিক্রির বিরুদ্ধে স্বত্ত্ব আপিল (০২/২০২০ইং) মোকদ্দমা দায়ের করেন আইনজীবী শ্যামল কান্তি দাস। কিন্তু আদালত বার বার নথি তলবের আদেশ করলেও সেরেস্তাদার আব্দুল হান্নান আদালতের সে আদেশ অগ্রাহ্য করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা