সারাদেশ

চারদিনেও গ্রেপ্তার হননি সাংবাদিকদের নিয়ে কটূক্তি করা দুই যুবক

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: মামলার চারদিনেও গ্রেপ্তার করা যায়নি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যসহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও প্রচার ও স্ট্যাটাস দেওয়া দুই যুবক। তবে লিটন হোসাইন জিহাদ ও আর জে সাখাওয়াত শাহিন নামের ওই দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী গত মঙ্গলবার (০৭ জুলাই) জিহাদ ও শাহিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করেন।

থানার ওসি (অপারেশন) ইসতিয়াক আহমেদ জানান, মামলা হয়েছে, এখন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নামমাত্র অনলাইন টিভির নামে সাংবাদিকতার পরিচয়ে প্রতারণা করা আসামিদের নেশা ও পেশা। গত ১৬ জুন লিটন হোসাইন জিহাদ তার ফেসবুক আইডিতে লেখেন, ‘পথিক টিভির সমালোচনাকারী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সেই সকল সদস্যদের প্রতি আমার ঘৃণা। তাদের জন্ম পরিচয় নিয়ে আমার সন্দেহ আছে। তাই সমালোচনাকারীদের জন্মের ইতিহাস নিয়ে তৈরি করা পথিক টিভির সেই দুটি ভিডিও দেখতে পারেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে’। গত মঙ্গলবার দুপুরেও লিটন আবার তার ফেসবুকের স্ট্যাটাসে অনেক অশ্রাব্য কথা-বার্তা বলেন।

গত ১৭ জুন ২নং আসামি সাখাওয়াত ১নং আসামি লিটনের প্ররোচনা ও সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যদের উদ্দেশ্যে পথিক টিভি নামের পেজে একটি ভিডিও প্রকাশ করে সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করেন।

এজাহারে বলা হয়, আসামিদের এমন বক্তব্য ও স্ট্যাটাস বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় বা শ্রেণীর মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃস্টি হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

মামলার বাদী সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী বলেন, ‘আমরা সব সময় অপসাংবাদিকতার বিরুদ্ধে ছিলাম এবং থাকবো। তবে যে কেউ সঠিক সাংবাদিকতা করলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই।’

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা