কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং
সারাদেশ
সৈয়দপুরে সড়ক নির্মাণ

কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : একদিকে কাজ চলছে, অন্যদিকে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। নিম্নমানের উপকরণে একেবারে নামকাওয়াস্তে কাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজের মান খারাপ হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করলেও পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

ফলে গায়ের জোরেই এমন অবস্থাতেই কাজ করে চলেছে ঠিকাদার। রাস্তা সংষ্কারে এমন অনিয়ম দূর্নীতির ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া ব্রীজ হতে পাঠানপাড়াগামী সড়কের শ্বাষকান্দর কাঙ্গালপাড়া ভাই ভাই মোড় থেকে প্রামাণিক পাড়া পর্যন্ত সংষ্কার করা হচ্ছে। ১ হাজার ৪শ' মিটার দৈর্ঘ্যরে এই সংষ্কার কাজের প্রায় তিনভাগ ইতিমধ্যে শেষ করা হয়েছে।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে রাস্তার কাজ শুরু করা হয়েছে। ঈদুল ফিতরের ৩-৪ দিন আগে সম্পন্নকৃত অংশে কার্পেটিং করা হয়। একাজে সোলিংয়ে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া বিছানোসহ কার্পেটিংয়ে পাথরের সাথে খুব কম পরিমানে বিটুমিন ব্যবহার করা হয়েছে। তাছাড়া খোয়ার উপর কোন প্রকার লিকুইড প্রলেপ দেয়া হয়নি। যে কারণে হাত দিয়ে টানতেই কার্পেটিংয়ের পাথর উঠে আসছে।

জিকরুল হক নামে ওই এলাকার একজন কৃষক সাংবাদিক দেখে রাস্তাার পাশের ক্ষেতে ধান কাটা বাদ দিয়ে ছুটে এসে বলেন, ঠিকাদার খুব খারাপ কাজ করেছে। এক ইঞ্চি কার্পেটিং করার কথা থাকলেও মাত্র আধা ইঞ্চি করেছে। এ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদারের প্রতিনিধি বলেছে এভাবেই কাজ হবে। কার কি করার আছে করেন। এই রাস্তা বেশীদিন টিকবেনা বলে আশঙ্কা প্রকাশ করেন ওই কৃষক।

আরও পড়ুন : ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

নাম প্রকাশ না করার শর্তে একজন স্কুল শিক্ষক বলেন, এত বাজে কাজ করা হয়েছে যে, এক সপ্তাহের মধ্যে পাথর উঠে যাচ্ছে। দায়সারা ভাবে কাজ করায় শেষ না হতেই অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে যেতে সমস্যা হচ্ছে।

এমনকি এলাকার লোকজন ধান খড় শুকাতে দেয়ার পর নাড়াচাড়া করার সময় পাথর উঠে আসছে। রাস্তার দুইপাশের অবস্থা আরও শোচনীয়। এলাকাবাসী প্রতিরোধ করায় ঠিকাদার বাকি কাজ বন্ধ রেখেছে।

আরও পড়ুন : ভারতের আসামে বন্যায় নিহত ৮

এব্যাপারে প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মোখছেদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী এ এস এম রেজা আলী জানান, এলাকাবাসীর অভিযোগ ঠিক নয়। কাজের মান ভালো। তারপরও বৃষ্টি হওয়ায় হয়তো কোথাও কোথাও একটু মাটি ডেবে সামান্য গর্ত হয়েছে। এটা হতেই পারে। রাস্তার কাজ এখনও শেষ হয়নি। বাকি কাজ শেষ করে যেখানে সমস্যা দেখা যাবে তা ঠিক করে নেয়া হবে।

তিনি জানান, ৭২ লাখ ৯ হাজার ২শ' টাকা বরাদ্দে এই কাজটি করছে মেসার্স মহসেনা এন্টারপ্রাইজ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কানিয়ালখাতার এই প্রতিষ্ঠানের বেশ সুনাম রয়েছে। তাই তাদের কাজ নিয়ে আমরা কখনই চিন্তিত নই। মেয়াদকালে কোন ত্রুটি হলে তারা তা মেরামত করে দিবে।

আরও পড়ুন : জাজিরায় ৫টি বনবিড়াল অবমুক্ত করলো বনবিভাগ

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহাবুবুল আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল কল রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর সাইড ম্যানেজার বিদ্যুৎ রাস্তার সমস্যার কথা স্বীকার করে মোবাইলে জানান, ঠিকাদার নীলফামারী জেলা আওয়ামীলীগের নেতা। তাই তার কাজ নিয়ে অহেতুক বাড়াবাড়ি না করাই ভালো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা