সারাদেশ

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে সী ট্রাক চলাচল শুরু

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সময় নির্ধারণ না করেই নারায়ণগঞ্জ- মুন্সীগঞ্জ নৌরুটে সী ট্রাক চলাচল শুরু হয়েছে। আজ (২৪ মার্চ) বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টার দিকে নারায়ণগঞ্জ নৌ-বন্দর থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে সী ট্রাক এম.টি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত যাত্রা করে আসে। পরে বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে।

আরও পড়ুন: মানবতাবিরোধী জামায়াত নেতা খালেক মন্ডলের মৃত্যুদণ্ড

সী ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসতে সময় নেয় ৪৫ মিনিটের বেশি। এতে প্রথম যাত্রায় সার্ভিসে ২৫ জন যাত্রী আরোহন করে। যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়া হয় জনপ্রতি ৪০ টাকা করে।

এই সী ট্রাকের যাত্রী জাকির হোসেন (৪২) বলেন - আমি বেলা ১১ টার দিকে সী ট্রাকে উঠেছি। দুপুর সোয়া ২ টায় ছেড়েছে।আর ভাড়া নিয়েছে ৪০ টাকা। আগে লঞ্চের ভাড়া ছিল ৩০ টাকা।১০ টাকা বেশী নিচ্ছে সময়ও বেশী লাগছে।

এদিকে, রুপগঞ্জ থেকে আশা আব্দুর রাজ্জাক (৪৫) বলেন - আমি চাঁদপুর যাওয়ার জন্য নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে এসে সী ট্রাকে উঠি বেলা ১১ টার দিকে। পরে কখন ছাড়বে কেউ বলতে পারে না। দুপুর দেরটার সময় নেমে আমি সড়ক পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে চলে আসি। এখান থেকে বড় লঞ্চে করে চাঁদপুর যাবো।

নারায়ণগঞ্জে যাত্রী পলি বেগম (৫০) বলেন, শুনলাম আজ থেকে লঞ্চ চলাচল করবো৷ আমি ঢাকা যাবো বলে এই রুটে আসছি ৷ এক ঘন্টা ধরে বলে আছি। কেউ বলতে পাড়ছে না কখন আসবে লঞ্চ। এখন দেখি আসলো, ছাড়বে কখন তাও জানি না। কখন ঢাকা যাইবো।

এম.টি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের মাষ্টার নূর হোসেন বলেন - দুপুর সোয়া ২ টার দিকে যাত্রা শুরু করি, ৩ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে টাচ্ করি। আমিসহ ৮ জন স্টাফ রয়েছে এই সী ট্রাকে৷

আরও পড়ুন: মহাসড়কে ছড়িয়ে গেলো ১১ টন সয়াবিন

মুন্সীগঞ্জ লঞ্চঘাটের নৌ- ট্রার্ফিক ইনেসপেক্টর রাজিব চন্দ্র রায় বলেন, আমার কাছে শুধু নৌযান ঠিকমত নোঙর করার নির্দেশনা আছে। এর বেশি কিছুই বলতে পারবো না৷

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটির সহকারী- মহাব্যবস্হাপক ফিরোজ শেখ বলেন- আজ আমরা প্রথম দিন চালু করেছি। ভাড়া ৪০ টাকা। আমাদের তেল খরচ বেশি। আমাদের সুবিধাও বেশি।

সময় সূচির বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন - এখনও কোন সময় নির্ধারন করা হয়নি। এবং লিখিত কোন নির্দেশনা পাইনি৷ কর্তৃপক্ষের মৌলিক নির্দেশনা ও যাত্রীদের সুবিধার্থে আজ সী ট্রাক সার্ভিস শুরু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা