সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি দিয়েছে আদালত। এ ঘটনা ঘটেছে বগুড়ায়। একই সঙ্গে, তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মো. রতন (৫০) আদালতে অনুপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রতন মিয়া সদর উপজেলার মধ্যপালশা গ্রামের মৃত শুক্কর মোহাম্মদের ছেলে। তার স্ত্রীর নাম সাকিলা খাতুন। তিনি পালশা গ্রামের আজাহার আলীর মেয়ে। আসামি রতন অনেকদিন ধরে পলাতক।

২০০২ সালের ২১ জুন খুন হন সাকিলা। পরবর্তী সময়ে সাকিলার ভাই সারোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। ১৯ বছর পর এই মামলার রায় ঘোষণার করা হলো।

আরও পড়ুন: কৃষক হত্যায় ২৩ জনের কারাদণ্ড

মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি বিনয় কুমার দাস বিশু।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯২ সালে রতন মিয়ার সঙ্গে একই এলাকার সাকিলা খাতুনের বিয়ে হয়। একপর্যায়ে পারিবারিক কলহের অভিযোগ তুলে রতন ২০০২ সালের শুরুতে সাকিলাকে তালাক দেন। তবে সেই তালাকে সাকিলা রাজি না হওয়ায় ২০০২ সালের ৪ মার্চ আবারও তারা একসঙ্গে দাম্পত্যজীবন শুরু করেন।

ওই বছরের ২০ জুন সাকিলার ভাইয়ের বিয়েতে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এতে রাগ করে রতন তার শ্বশুরবাড়ি থেকে চলে আসেন।

পরেরদিন সাকিলাকে কবিরাজ দেখানোর কথা বলে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন রতন। এরপর সাকিলাকে কৌশলে গোদারপাড়া বাজার থেকে নিরিবিলি এক মাঠে নিয়ে গলাটিপে হত্যাচেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে গলায় ও পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান রতন। পরে স্থানীয়রা সাকিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: সিলেটের সেই প্রতারক গ্রেফতার

ওই ঘটনায় পুলিশ রতনকে গ্রেফতার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তী সময়ে তাকে অভিযুক্ত করে একই বছরের ১০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

অতিরিক্ত পিপি বিনয় কুমার দাস জানান, মামলায় দীর্ঘ শুনানির পর মঙ্গলবার রতন মিয়ার ফাঁসির আদেশ দেন বিচারক। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অনেকদিন ধরে আসামি পলাতক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ‘শাটডাউন’ পালন

ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা