ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
জানা গেছে, নিহতদের মধ্যে একজনের নাম কাউসার আলম। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে ও সিএনজিচালিত অটোরিকশাটির চালক। নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন।
সাননিউজ/জেএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            