সারাদেশ

মাদারীপুরে থেকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম থেকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। লম্বা লেজ, ডোরাকাটা শরীর ও চোকামুখ বিশিষ্ট প্রাণিটিকে দেখতে ইতোমধ্যে সেখানে ভীড় করছেন শত শত মানুষ।

বিরল প্রজাতির প্রাণিটির জীবন বাঁচাতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছে স্থানীয়রা। বিভাগীয় বন কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করেছে জেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে অদ্ভুত একটি একটি প্রাণিকে দেখতে পায় স্থানীয় কয়েকজন যুবক। এ সময় তারা ওই প্রাণিটিকে ধরে আটকে রাখে।

স্থানীয় বাসিন্দা সুজন বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে দেখি মুরগি খাওয়ার চেষ্টা করছে প্রাণিটি। পরে স্থানীয় লোকজনরা মিলে সেটিকে আটকে করি। আমরা ওই প্রাণিটিকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। কিন্তু প্রাণিটি কিছুই খাচ্ছে না।’

নুরুল ইসলাম নামে অপর এক বাসিন্দা বলেন, ‘এমন প্রাণি আগে কখনো দেখিনি। আমরা এই প্রাণিটিকে সংরক্ষণের দাবি জানাচ্ছি।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘বিরল প্রজাতির প্রাণিটিকে রক্ষার জন্য বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রাণিটি উদ্ধার করে বনে অবমুক্ত করবে।’

প্রসঙ্গত, মূলত বন-জঙ্গলে এক সময় দেখতে পাওয়া যেত গন্ধগোকুল নামের এ প্রাণিটিকে। কিন্তু বন-জঙ্গল কমে যাওয়ায় এ প্রাণিটিও বিলুপ্তির পথে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই গন্ধগোকুল।

আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুল দেখতে পাওয়া যেত। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। এরা মাঝারি আকারের স্থান্যপায়ী প্রাণি। নাকের আগা থেকে লেজের ডগা পর্যন্ত ৯২-১১২ সেন্টিমিটার, এর মধ্যে লেজই ৪৪-৫৩ সেন্টিমিটার। লেজের দৈর্ঘ্য ৪৮ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আকার ৫৩ সেন্টিমিটার। ওজন ২.৪-৫.০ কেজি। স্ত্রী-পুরুষ নির্বিশেষে গন্ধগ্রন্থি থাকে। গন্ধগোকুলের স্থূল ও রুক্ষ বাদামি-ধূসর বা ধূসর-কালো লোমে আবৃত। এরা মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, পাখি ও ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে গন্ধগোকুল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা