নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকালে দিরাই থেকে ছেড়ে আসে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশে পুকুরে পড়ে যায়। এতে ৩০ যাত্রী আহত হন। গুরুতর আহত ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। যাত্রী ও বাস উদ্ধার কার্যক্রম চলছে।
সান নিউজ/ এমবি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            