সারাদেশ

খোলা আকাশের নিচে ক্লাস করলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কওমি মাদরাসাগুলো খুলেছে।

ঘণ্টা বাজিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসরুমে পাঠদান শুরু হয়।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে রাজশাহীর চারঘাট পৌর এলাকার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করেছে খোলা আকাশের নিচে। এছাড়া পঞ্চম শ্রেণির ক্লাস হয়েছে পাশের আরেকটি বিদ্যালয়ে।

এই বিদ্যালয়ে মোট ২৯২ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে আজ পঞ্চম শ্রেণির ৬০ জনের মধ্যে উপস্থিত ছিলো ৫০ জন। অপরদিকে, তৃতীয় শ্রেণির ৮০ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন উপস্থিত ছিলো।

সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়টি টিনসেডের। আগে অফিস, স্টোররুম ও শ্রেণিকক্ষ মিলে মোট ৯টি রুম ছিলো। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র দুটি। যার একটিতে দাপ্তরিকসহ শিক্ষকরা অন্যান্য কাজ করেন। অপরটি স্টোর রুম। এতে রাখা হয়েছে রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী। এছাড়াও বিদ্যালয়ের মাঠে পড়ে রয়েছে ইট, বালু ও মাটির স্তূপ।

রাজশাহীর চারঘাট পৌর এলাকার পিরোজপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ আলী জানান, করোনার শুরুতে দোতলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিলো। কথা ছিলো ছয়মাসের মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু দেড় বছরের বেশি সময় পার হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল দপ্তর। তাই বাধ্য হয়েই খোলা আকাশের নিচে ক্লাস করাতে হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা