সারাদেশ

মাদারীপুরে এলজিইডির সড়কে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর সদর উপজেলা এলজিইডির অধীনে ২.২ কিলোমিটারের একটি নতুন রাস্তা নির্মাণ প্রকল্পে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে বলে জানা যায়। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি করেছে, রাস্তাটি উন্নত মান ও সঠিক উচ্চতায় নির্মাণ করে জনগণের দীর্ঘ মেয়াদী সু-যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হোক।

মাদারীপুর সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-শরীয়তপুর-রাজবাড়ি উন্নয়ন প্রকল্পের অধীনে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরীঘাট থেকে উত্তর দিকে ইটের ভাটার ভেতর দিয়ে আড়িয়াল খাঁ নদের পাড় (মহিষেরচর ও বাহেরচর কাতলা গ্রাম) পর্যন্ত ২.২ কিলোমিটারের একটি নতুন রাস্তাটি নির্মাণ প্রকল্প সদর উপজেলা এলজিইডি কার্যালয় গ্রহণ করেছে। রাস্তাটি ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণের জন্য মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। বর্তমানে রাস্তাটির নির্মাণ কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা আবদুল জলিল, আবুল হোসেনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, রাস্তাটি আড়িয়াল খাঁ নদের কাছাকাছি নিচু এলাকার ভেতর দিয়ে ফসলি জমির লেবেল থেকে সামান্য উচ্চতায় পাকা সড়কটি নির্মাণ করা হচ্ছে। যা পাশ্ববর্তী আড়িয়াল খাঁ নদের সামান্য পানি বাড়লেই রাস্তাটি তলিয়ে যাবে। তখন এই রাস্তাটি অনেক টাকা খরচ করে নির্মাণ করলেও তেমন সুফল পাওয়া যাবে না। তাই রাস্তাটি ফসলি জমির লেবেলের চেয়ে আরো অনেক বেশি উচ্চতায় নির্মাণ করা হলে পানিতে তলিয়ে যাবে না।

এছাড়া, রাস্তার দুই পাশে ভেকু দিয়ে খনন করলেও ভেতরে ফেলে উঁচু না করেই ইটের খোয়া বিছানো হচ্ছে। তাছাড়া ইটের মানও তেমন ভাল নয়, দুই নম্বর, তিন নম্বর ইট মিলিয়ে রাস্তায় দিচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এতে রাস্তাটির মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে বলেও বক্তব্য বাসিন্দাদের।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার বলেন, ‘পাঁচখোলা ইউনিয়নের পুরনো ফেরীঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এখানে একটি সুন্দর রাস্তা নির্মাণ করার। যাতে এলাকার মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারে। কিন্তু বর্তমানে রাস্তাটি মাটির লেবেল সমান করে নির্মাণ করা হচ্ছে। যা বৃষ্টির পানিতেই তলিয়ে যাবে এবং এতে রাস্তাটি টেকসইও হবে না। তাই আমি কর্তৃপক্ষের কাছে দাবি করছি, রাস্তাটি আরো অনেক উঁচু করে নির্মাণ করা হোক। যাতে আমাদের পাঁচখোলার মানুষ রাস্তাটি নির্বিঘ্নে সারা বছর যাতায়াতের জন্য ব্যবহার করতে পারে।’

এই বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এই বিষয়ে মাদারীপুর সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, ‘পুরনো ফেরীঘাটের এই রাস্তাটি সরকারের জিওবি ফান্ডের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটির উচ্চতা ২০ ইঞ্চি এবং চওড়া হবে ১০ ফুট।

তিনি আরও বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখবো আসলে রাস্তাটি কি অবস্থায় আছে। রাস্তা জনগণের প্রয়োজনে করা হচ্ছে। যেভাবে জনগণ সুন্দরভাবে সারা বছর ব্যবহার করতে পারবে আমরা সেভাবেই রাস্তাটি নির্মাণ করবো। আমরা কোন প্রকার অনিয়ম ও নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে দেব না।’

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরব...

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্...

দুর্বৃত্তের দেয়া আগুনে মুরগির খামারির স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মুরগির খামার। মুহূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা