নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ভেজা পাটি রোদে শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানাগর ইউনিয়নের ভেলারহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তাহেরা বেগম আখানগর ইউনিয়নের ভেলারহাট (পশ্চিম) গ্রামের আবু তাহেরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ীর চার চালা টিনের চালার উপর ভিজা পাটি শুকানোর জন্য দিতে যায়। এ সময় তাহেরা বেগম ঘরের টিনের তালায় ভেজা পাটি দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে লেগে থাকে। পরে তার মৃত্যু হয়। চালের সাথে কারেন্টের তার লেগে সম্পূর্ণ টিনের ঘর বিদ্যুৎতায়িত হয়ে ছিল বলে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/এমকেএইচ