নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শত শত যানবাহনের চাপ রয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুল পর্যন্ত গাড়ির লম্বা সারি রয়েছে। এই অংশে দুইশোর বেশি গাড়ি আটকে আছে ফেরি পারের অপেক্ষায়। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান বেশি।
অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় প্রায় ৩০০ অপচনশীল পণ্যবাহী ট্রাককে আটকে রাখা হয়েছে।
মূলত পদ্মার প্রবল স্রোত ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ি দৌলতদিয়া ফেরিঘাটে চলে আসায় ভোগান্তি বেড়েছে।
দূরপাল্লার যাত্রীবাহী বাস ঘাটে এসে কিছু সময় অপেক্ষা করার পর ফেরিতে উঠতে পারলেও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানকে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ম্যানেজার জামাল হোসেন জানান, প্রবল স্রোতে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় চাপ বেড়েছে দৌলতদিয়া প্রান্তে। এই রুটে ২০টি ফেরি থাকলেও বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
সান নিউজ/ এমবি