সংগৃহিত ছবি
সারাদেশ

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র আসিফ মুস্তাহিদের (১৪) মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নারীর মাথা ও শিশুর মরদেহ উদ্ধার

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে গোদারবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসিফ।

আসিফ রাজবাড়ী পৌরসভার ধুঞ্চী এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আসিফ ও তার তিন বন্ধু আকিবুল, রাফি ও সানি পদ্মা নদীর গোদারবাজার ঘাটে গোসল করতে নামে। তারা চারজন মিলে পদ্মা নদীর মাঝে জেগে ওঠা চরে সাঁতার কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই সাঁতার কেটে চরে পৌঁছে যায়। দুপুর ১২টার দিকে তারা চর থেকে আবার সাঁতার কেটে ঘাটে ফেরার সময় আকিবুল, রাফি ও সানি সাঁতার কেটে ঘাটে ফিরতে পারলেও আসিফ নদীর স্রোতে তলিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর ২টার দিকে ফরিদপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায় ডুবুরি দল। পরে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখে। উদ্ধার অভিযানের একপর্যায়ে আজ বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল উদ্ধার করে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইনছার আলী জানান, বিকেল পৌনে ৪টার দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মার চরে চোরা বালিতে তার পা আটকানো অবস্থায় পাওয়া গেছে। আজ তার মরদেহ কিছুটা ভেসে উঠলে আমাদের ডুবুরি দল উদ্ধার করতে সক্ষম হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা