সারাদেশ

স্কুলে থেকে বের হচ্ছে গ্যাস!

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ৪৭নম্বর মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গভীর নলকূপ (টিউবওয়েল) বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। নলকূপ বসানোর কাজ শেষ হলেও সোমবার (২৬ জুলাই) পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়ণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়নে চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি দ্বিতল ভবনের সঙ্গে চারটি গভীর নলকূপ স্থাপন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান।

গত শুক্রবার সেই নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। রবিবার সকালে নলকূপ স্থাপনের কাজ শেষ করে চলে যায় শ্রমিকরা।

স্থানীয়রা জানায়, নতুন নলকূপের পানি কেমন উঠছে, তা দেখতে গেলে নলকূপের পাশ দিয়ে বুদবুদ শব্দ হচ্ছিল। এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। তারা দিয়াশলাই ঠুকে দিলে সেখানে আগুন জলে ওঠে। বিষয়টি জানাজানি হলে রাতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

রবিবার রাতে ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, নলকূপের পাশের দুটি গর্ত দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তা দেখতে ভিড় করেছে উৎসুক জনতা।

সোমবার দুপুরে এ প্রতিবেদন পাঠানোর আগ পর্যন্ত অনবরত গ্যাস বের হওয়ার বিষয়টি নিশ্চিত করে মধ্য চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘২৫০ ফুট পাইপ বসানোর পর পাইপের মাথায় গ্যাস নির্গমণ হতে দেখে শ্রমিকরা।

পরে সাড়ে ৮০০ ফুট পাইপ বসিয়ে নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করে। পানিও ঠিকঠাক উঠছে। কিন্তু বালু ও মাটি চাপা দিলেও নলকূপের চারপাশ দিয়ে এখনও গ্যাস বের হচ্ছে। বিষয়টি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, ‘বিদ্যালয় নলকূপ বসানোর পর গ্যাস নির্গমণের বিষয়টি জানতে পেরেছি।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মিজানুল কবির ও উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা