সারাদেশ

বেতনের দাবিতে পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বহিরাগত পরিচ্ছন্নতাকর্মীরা। বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে তারা এ বিক্ষোভ করে। এর আগে তারা সংস্থার পাওয়ার হাউস মোড়ে গেরেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।

শ্রমিকদের সিদ্ধান্ত ছিলো নগর ভবনের সামনে বিক্ষোভ করার। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তারা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন।

এদিকে ১২০ জন বহিরাগত শ্রমিক পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে তারা কেসিসির তেলের ট্যাংক গ্যারেজের সামনে মঙ্গলবারও (১৩ জুলাই) বিক্ষোভ করে। সেই ধারাবাহিকতায় বুধবার তারা খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভে করেন।

নাম প্রকাশ না করা শর্তে এক শ্রমিক বলেন, করোনার মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কার করছি। অথচ পাঁচ মাস বেতন পাচ্ছি না। বর্জ্য অপসারণের সময় গ্লাভস, মাস্ক, বুট জুতা, হেলমেট ব্যবহার করার কথা থাকলেও আমাদের কিছুই নেই। শুনেছি আমাদের জন্য এগুলো বরাদ্দ হয়েছিল কিন্তু আমরা তা পাইনি। বর্তমানে বেতন না পেয়ে অনেক মানবেতর জীবন যাপন করছি। মুদি দোকানিরা আর বাকি দিতে চায় না। বাড়িওয়ালারাও বাসা থেকে তাড়িয়ে দিচ্ছে।

শ্রমিকরা জানায়, ২০২০ সালের অক্টোবর মাসে কেসিসির আউট সোর্সিংয়ের চাকরিতে যোগদান করেন। কয়েক মাস সঠিকভাবে বেতন পেলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বেতন বন্ধ। বারবার সুপারভাইজার হাফিজুল ইসলামের কাছে ধরনা দিয়েও কাজ হয়নি।

বহিরাগত শ্রমিকদের সুপারভাইজার হাফিজুল ইসলাম বলেন, বহিরাগত শ্রমিক পরিচ্ছন্নতাকর্মীরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না। শ্রমিকদের হাজিরা সংক্রান্ত একটি জটিলতার কারণে মেয়র মহোদয় তদন্ত কমিটি করেছিলেন। তদন্তের রিপোর্ট তৈরি করে মেয়র মহোদয়ের কাছে দেয়া হয়েছে। পরের দিন তিনি অসুস্থ হয়ে ঢাকায় চলে যান। তিনি খুলনায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা