সারাদেশ

ভোলায় স্পিডবোট ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি,ভোলা: দ্বীপ জেলা ভোলার সাথে সহজ যোগাযোগ মাধ্যম হলো নৌপথ। এ নৌপথেই ভোলার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। ভোলা থেকে ছোট ছোট লঞ্চ প্রতিদিন ভোলা-বরিশাল নৌপথে চলাচল করে আসছে। এ লঞ্চেই রুটি বিক্রি করতেন আলাউদ্দিন। রুটি বিক্রি ছেড়ে যোগদেন লঞ্চঘাটের লেবার হিসেবে।

এ কাজও বেশীদিন করতে হয়নি আলাউদ্দিনকে। ঘাটের লেবারী করার ফাঁকে ছোট একটি স্পিডবোট কিনে ভোলা-বরিশাল নৌপথে যাত্রী পারাপার। এ থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি আলাউদ্দিনকে। ইতোমধ্যে বরিশালের লঞ্চগুলো ঘাট পরিবর্তন করে চলে ভেদুরিয়া ঘাটে। এ সুযোগটিই কাজে লাগায় আলাউদ্দিন। নিজেকে স্পিডবোট মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে শুরু হয় আলাউদ্দিনের ইয়াবা বিক্রিসহ নানা অপকর্ম।

আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এ ঘাট দিয়ে চট্টগ্রাম থেকে আসা বড় বড় ইয়াবার চালানগুলো নির্বিঘ্নে বরিশাল যেতে সহায়তা করতেন। এক সময় সে নিজেই ইয়াবা সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন। এ থেকে অল্প কয় বছরের ব্যবধানে লঞ্চে রুটি বিক্রেতা ও ঘাটের লেবার থেকে হয়ে উঠেন কোটিপতি। একে একে আলাউদ্দিন ১৫ বছর ধর ঘাটের স্পিডবোট মালিক সমিতির সভাপতি পদ দখল করে নিজের ইচ্ছেমত মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেন।

আলাউদ্দিন নিজের পাঁচটি বোটের বিপরীতে ২৭টি সিরিয়াল পরিচালনা করতেন। কোনো মালিক এর প্রতিবাদ করলে নানাবিধ হয়রানি করতো আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী। গত এক সপ্তাহ আগে আলাউদ্দিনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। এ নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এত দিন লোকমুখে আলাউদ্দিনের ইয়াবা সেবন ও বিক্রির কথা প্রচলিত থাকলেও এই ভিডিও প্রকাশের মাধ্যমে তা সকলের নিকট স্পষ্ট হয়ে যায়। আর এর পর থেকেই আলাউদ্দিন গাঢাকা দেয়।

স্পিডবোট মালিকগন মোসলেউদ্দিন, ডালিম, সোহেল, হেলালাসহ স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, আলাউদ্দিন অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে যাওয়ায় ঘাটে কাউকেই পাত্তা দিতেন না। তার নিজের ইচ্ছেমত চলতো ভেদুরিয়া ঘাট। মানুষকে জিম্মি করে টাকা আদায়সহ নানা অপকর্ম করে বেড়াতেন আলাউদ্দিন। কোনো মালিকের কথাই সে পাত্তা দিতো না।

ঘাটের সমিতির সম্পাদক ডালিমসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন, আলাউদ্দিন তার ম্যানেজার রাজীব দীর্ঘ কয়েক বছর ধরে স্পিডবোডের মাধ্যমে বরিশাল থেকে ভোলায় বিভিন্ন ধরনের মাদক আনার নেয়ার কাজে করে আসছেন। রাজিব স্থানীয় ভেদুরিয়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারুন গাজীর ছেলে। রাজিব দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

এ ব্যাপারে ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলাউদ্দিন এবং তার আত্মীয়ের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় দৈনিক প্রকাশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে।

পুলিশ সুপার সরকার মো. কায়সার সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনেছি অচিরেই তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠির জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছ...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চ...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লাখো মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা