সারাদেশ

বাড়ছে করোনা সংক্রমণ!

সান নিউজ ডেস্ক:

সারাদেশে দিনদিন বাড়ছে করোনায় আক্রান্তে সংখ্যা। এদের মধ্যে রয়েছে স্বাস্থ্য ও গার্মেন্টসকর্মী। তারপরও হাট-বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। খুলে দেয়া হয়েছে গার্মেস্টস কারখানা। নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে সড়কে বেড়েছে মানুষের চলাচল। কিছুকিছু গার্মেন্টস কারখানা মানলেও অনেক কারখানায় সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনেই কাজ করছেন শ্রমিকরা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞারা।

নারায়ণগঞ্জে খোলা হয়েছে অন্তত সাড়ে ৬শ পোশাক কারখানা। এসব কারখানার শ্রমিকদের কারণে সড়কে বেড়েছে মুনাষের চলাচল। অথচ নারায়ণগঞ্জ করোনায় সবচে ঝুঁকিপূর্ণ জেলা। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২ জনে।

জেলায় এভাবে মানুষের চলাচল করতে থাকলে আক্রান্তের সংখ্যা দ্রুত অধিকহারে বাড়বে বলে মনে করছেন সচেতন মহল। তারা জানান, কিছু কারখানা করোনা প্রতিরোধে ব্যবস্থা নিলেও অনেক কারখানায় আবার এর কোন বালাই নেই। আগের মতোই কাজ করছে শ্রমিকরা।

গাজীপুরেও একই অবস্থা। কোন কোন কারখানা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ দুই শিফটে ভাগ করে দেয়া হয়েছে। এতে কারখানার ভেতরে শ্রমিকের সংখ্যা কমে আসায় নিশ্চিত হচ্ছে সামাজিক দূরত্ব। অনেক কারখানার মালিকরা আবার তা মানছেন না।

গাজীপুর শিল্প পুলিশের দেয়া তথ্যমতে, করোনাভাইরাস লকডাউনের মধ্যেই জেলায় ৮৭৩টি পোশাক কারখানা তাদের উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। জেলায গত ১০ দিনে ১২০০ রোগীর নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩৩ জন।

সাভারে নতুন করে ৮ জনের দেশে করোনা সংক্রমিত হয়েছে। তাদের মধ্যে ৭ জনই পোশাক কারখানার শ্রমিক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শ্রমিকদের মধ্যে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এনিয়ে ময়মনসিংহ জেলায় ৩৪ জন চিকিৎসকসহ ১৫৪ জন করোনায় আক্রান্ত হলো।

নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান জানান, জেলায় নতুন করে ১ চিকিৎসক ৪ স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৭ জন।

চাঁদপুর সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। আর বাকি ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

বান্দরবানে করোনা আক্রান্ত হওয়া ৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে দুইজন মরা গেলেও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। লকডাউন তিন উপজেলা।

চট্টগ্রামে আজ ৩ জনের দেহে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় সংক্রমিত হলো ৭৯ জন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় নতুন ৩ জন নিয়ে মোট করোনায় আক্রান্ত হলো ২০ জন।

আজ রাজশাহী মেডিকেলে করোনা পরীক্ষা হয়েছে ৮৫টি। এর মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। বাড়ি রাজশাহী জেলার দূর্গাপুরে।

ঠাকুরগাঁও জেলার হরিপুরে ২ জন, বালিয়াডাঙ্গীতে ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ জনে।

রংপুরে গত ২৪ ঘন্টায় ১৮৭ নমুনা পরীক্ষা করে ৩ জেলায় ১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রংপুর- ৫, কুড়িগ্রামে -৪ ও গাইবান্দায়- ১ জন করোনা সংক্রমিত হয়েছে।

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় দুই পরিবারের ভাই-বোন ও মা-মেয়ে ৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ, নরসিংদী, রাজবাড়িসহ দেশের অনেক স্থানে মানা হচ্ছেনা সামাজি দূরত্বের নির্দেশনা। আনেককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল প...

নীলফামারীতে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হ...

ফেনীতে স্কুলছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ২

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে জিম্মি করে ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দুই য...

ছেলের চুরির অপরাধে দুই মায়ের নাকে খত

ফেনীর পাঁচগাছিয়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ছেলেদের...

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ৮ নেতা কারাগারে

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপ...

ফেনী কলেজ ছাত্রদলের জিল্লুর পদ স্থগিত

ফেনী সরকারি কলেজ গেইটে ভাসমান অস্থায়ী দোকান থেকে চ...

বৈষম্যবিরোধীদের ‘অশালীন আচরণ ও হুমকির’ প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ত...

নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের কর্মবিরতি

দুই দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে দুই ঘন্টার কর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা