সারাদেশ

আইসিইউতে অক্সিজেন সংকট ৪ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না পেয়ে আইসিইউতে থাকা চার করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন না থাকায় অল্প কয়েকটি সিলিন্ডার দিয়ে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের অভিযোগ, অক্সিজেনের অভাবে সাত রোগী মারা গেছেন। কিন্তু হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি অস্বীকার করে বলেন, অক্সিজেন সংকটে নয়, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। কতৃপক্ষ বলছে মৃত্যু হয়েছে চার রোগীর। পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত পৌনে ৮টার মধ্যে সাত রোগীর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, ওই এক ঘণ্টার মধ্যেই অক্সিজেন-সংকট হয়।

আইসিইউ ইউনিটে মারা যাওয়া আকরাম হোসেন খানের ছেলে তাজ মুহাম্মদ খান জানান, তার বাবা ৪৫ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছিলেন। অনেক দিন ধরেই এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনে সমস্যা হচ্ছিল। কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়নি। বুধবার সন্ধ্যা ৭টা থেকে অক্সিজেন ছিল না। সে সময় তার বাবা মারা যান।

শহরের মাস্টারপাড়ার ফিরোজ হোসেন বলেন, জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার করোনায় আক্রান্ত মেয়ে সীমা খাতুনকে বুধবার দুপুরে আইসিউতে ভর্তি করান। বিকেল ৫টার দিকে সিসিইউ থেকে বের হয়ে একজন চিকিৎসক বলেন, হাসপাতালে অক্সিজেন কমে আসছে। তবে দ্রুত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। স্বজনরা চাইলে তাদের রোগীকে অন্যত্র নিয়ে যেতে পারেন।

ফিরোজ জানান, এরপর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন না থাকায় অল্প কয়েকটি সিলিন্ডার দিয়ে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করা হয়। এরপরও তার মেয়েসহ সাত রোগীর মৃত্যু হয়।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, গতকাল যান্ত্রিক ত্রুটির কারণে অক্সিজেনের প্রেশার কমে যায়। তখন আইসিইউর মধ্যে চারজন রোগী মারা যান। অক্সিজেন ঠিক ছিল। অক্সিজেনের কোনো ঘাটতি ছিল না। তবে কী কারণে অক্সিজেনের প্রেশার কমে গেল, তা তদন্তে মেডিসিন বিভাগের প্রধান কাজী আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন।

জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের সংকট দেখা দেয়ার কথা ছিল না। সেন্ট্রাল অক্সিজেন ছাড়াও ৭০টির বেশি সিলিন্ডার আছে। এখানে কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

প্রার্থী হওয়ার ঘোষণার পর হত্যার হুমকি, গানম্যান চাইবেন হিরো আলম!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমক...

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরব...

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা