সারাদেশ

চুয়াডাঙ্গায় ১৬ গ্রামে লকডাউন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে সারাদেশের মত চুয়াডাঙ্গাতেও হু হু করে সংক্রমণ বেড়েই চলেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলার দামুড়হুদা উপজেলার ১৬ টি গ্রামকে উপজেলা প্রশাসন ‘লকডাউন’ ঘোষণা করে। তা এখনো চলছে। এ জেলায় মোট করোনায় আক্রান্ত ২০৪ জন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, জেলায় ২০৪ জনের আক্রান্তের মধ্যে দামুড়হুদা উপজেলায় ১১৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও এই উপজেলায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন।

এর আগে ৫ জুন দামুড়হুদা উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবুর সভাপতিত্বে উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বরতদের সাথে আলোচনা শেষে এ লকডাউনের ঘোষণা দেন এমপি হাজী আলী আজগর টগর।

দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু জানান, এই উপজেলায় বেশ কয়েকটি চুলের কারখানা রয়েছে। ঘোষণার পর থেকে এসব চুলের কারখানা ও চায়ের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় শনাক্তের হার কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এক-দেড় সপ্তাহের মধ্যে এর সংখ্যা কমতে শুরু করবে এমনটাই আশা করছেন।

উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখে সীমান্ত ঘেঁষা ৭টি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়েছিল। পরে ৬ জুন নতুন করে আরও ৯টি গ্রাম যোগ হওয়ায় ১৬ টি গ্রামে লকডাউন চলছে।

চুয়াডাঙ্গায় মঙ্গলবার নতুন করে আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২ হাজার ১শ ১৭ জন করোনা রোগী শনাক্ত হলো। নতুন ৪ জনসহ মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮শ ৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৭০ জন। বর্তমানে করোনা আক্রান্ত ২০৪ জন হোম আইসোলেশন ও হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা