সারাদেশ

যাত্রী বিড়ন্বনায় দৌলতদিয়ায় ফেরি পারাপার বন্ধ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : সরকার ঘোষিত লকডাউনের তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধি‘র প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরিতে চড়ে নদী পার হয়েছে শত শত মানুষ। সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে এ রুটে সকাল থেকেই ১৬টি ফেরি চলাচল শুরু করেছিল।

এসব ফেরিতে নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধির বালাই না করেই নদী পার হন শত শত যাত্রী।

মঙ্গলবার ( ৬ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটের ৩ নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি ফেরিতে অন্তত ৫০০ যাত্রী গাদাগাদি করে নদী পার হয়েছেন। এদের বেশির ভাগের মুখেই মাস্ক ছিল না।

পরে সন্ধ্যায় দুটি ছাড়া সব ফেরি বন্ধ করে দিলে যাত্রী পারাপার বন্ধ হয়। এদিকে ফেরি চলাচল সীমিত হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দুই পাশেই আটকে ছিল কয়েকশ পণ্যবাহী ট্রাক।

ফেরিতে পারাপারের জন্য অপেক্ষমান এক যাত্রী বলেন, এক সপ্তাহের লকডাউন ঘোষণা করায় ঢাকা থেকে বাড়ি ফিরছি। গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে ফেরিতে আসতে হয়েছে। ফেরিতে অনেক যাত্রী একসঙ্গে আসায় করোনায় আক্রান্ত হওয়ায় ঝুঁকিতে আছি। ফেরিতে মাস্ক ছাড়া গাদাগাদি করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পার হয়েছেন যাত্রীরা।

এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত এ নৌরুটে ১৬টি ফেরি চলাচল করলেও ১১টার পর থেকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত করা হয় ফেরি পারাপার। এতে বিকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঘাট এলাকায় ৪০০ অন্যদিকে গোয়ালন্দ মোড় এলাকায় আরও অন্তত ৩০০ পণ্যবাহী ট্রাক পার হওয়ার অপেক্ষায় আটকা পড়ে।

বিআইডব্লিইটিসি দৌলতদিয়া ঘাটের এজিএম ফিরোজ শেখ বলেন, এ নৌরুটে ১৬টি ফেরি সচল রয়েছে। ১৬টি ফেরি দিয়েই পারাপার সচল রাখা হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে বেলা ১১টার পর থেকে মাত্র দুটি ফেরি দিয়ে জরুরি যানবাহন এ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। ফলে ঘাটের উভয় পারে কিছু ট্রাক আটকা পড়েছে। তবে রাতে আটকে থাকা পচনশীলসহ সব ট্রাক পার করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্...

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের...

আগামীকাল দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চ...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লাখো মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জ...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা