সারাদেশ

বরিশালে বাস ও মাহেন্দ্র শ্রমিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে বাস ও মাহেন্দ্র শ্রমিকদের মধ্যে দফায় দফায় হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় মাহেন্দ্র শ্রমিকদের মারধরসহ বেশ কিছু মাহেন্দ্র ভাংচুরের ঘটনা ঘটেছে।

বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ডে এর প্রতিবাদে রাত ৯টার দিকে এক পাশে বাস এবং অপর পাশের সড়কে মাহেন্দ্র রেখে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে দুই পক্ষ। ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর এবং খুলনাসহ অভ্যন্তরীন ৮টি রুটে বাস এবং আঞ্চলি সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মাহিন্দ্রা গাড়ি থেকে যাত্রী নামানোর ঘটনার সূত্র ধরে বাসের চাকার হাওয়া ছেড়ে দেওয়ার প্রতিবাদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮টি রুটে মঙ্গলবার সকাল ধেকে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। বরিশাল বাস মালিক সমিতির সভাপতি ইমান আলী কালু জানান, সড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বরিশাল থেকে ঝালকাঠি রুটে কিছু দুস্কৃতিকারী থ্রি-হুইলার মাহিন্দ্রা চলাচল অব্যাহত রেখেছে।

সোমবার ঝালকাঠি বাস মালিক সমিতি থ্রি-হুইলারে চেক বসালে বরিশাল রূপাতলীর বাসিন্দা সুমন মোল্লা নামে একজনের একটি মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে রাখে বলে শুনেছি। সেই সূত্র ধরে রূপাতলী বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকালে ঝালকাঠি রুটের সবগুলো বাসের চাকার হাওয়া ছেড়ে দেয় এবং শ্রমিকদের মারধর করে সুমন মোল্লা।

এর প্রতিবাদে ঝালকাঠি মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা রূপাতলী বাস মালিক সমিতি তাদের কর্মসূচির সঙ্গেএকাত্মতা পোষণ করেছি।রূপাতলী বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, সুমন মোল্লার অরাজকতার কারনে এই ঘটনা ঘটেছে। এই হামলাকারীকে আইনের আওতায় না আনা পর্যন্ত ও সড়ক থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

অপরদিকে, ঝালকাঠির ঘটনার সূত্রধরে মঙ্গলবার রাত সন্ধ্যার দিকে বরিশাল ঝালকাঠি রুটের নলছিটি পান্তে রায়াপুর নামক স্থানে ১০-১২টি মাহেন্দ্র ভাংচুর করে ঝালকাঠি বাস মালিক সমিতির শ্রমিকরা। এসময় বেশ কয়েকজন মাহেন্দ্র শ্রমিককে মারধর করেন তারা।

এ খবর ছড়িয়ে পড়লে বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে মাহেন্দ্র দাড় করিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, রাজাপুর এবং খুলনাসহ ৮ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন মাহেন্দ্র শ্রমিকরা।

খবর পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শ্রমিকদের নিবৃত করার চেষ্টা করলেও শ্রমিকরা ব্যর্থ হয়। হামলা ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ বিচার না করা পর্যন্ত বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা।

অপরদিকে, ঝালকাঠি বাস মালিক সমিতির লোকজনের মারধরের শিকার মাহিন্দ্রা চালক নজরুল ইসলাম বলেন, ঝালকাঠি রুটের সর্বশেষ বাস বিকেল সাড়ে ৬টায় রূপাতলী থেকে ছেড়ে যায়। আমি রূপাতলী থেকে সন্ধ্যা ৭টায় একজন রোগী নিয়ে রাজাপুর উপজেলার মিরের হাট নামক স্থানের দিকে রওয়ানা হই। সাড়ে ৭টার দিকে ষাটপাকিয়া স্থানে ঝালকাঠি বাস মালিক সমিতির লোকজন মাহিন্দ্রা থামিয়ে যাত্রী নামিয়ে দেয়। এসময়ে তারা আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মারধর করেন। নজরুল বলেন, শুধু আমি না এমন আরও অনেকের সঙ্গে অত্যাচার চালায় বাস মালিক সমিতি। আমরা ক্ষিপ্ত হয়ে বাসস্ট্যান্ডে ঢুকে ঝালকাঠি রুটের একটি বাসের একটি চাকার হাওয়া ছেড়ে দিয়েছি। এর বেশি কিছু করিনি।

এ বিষয়ে ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বলেন, মহাসড়কে বাস চলাচলে শ্রমিকদের নিরাপত্তা না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। তবে রাতে মাহেন্দ্র ভাংচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।

সান নিউজ/কেআর/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা