সারাদেশ

সুনামগঞ্জে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ইবি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মালম্বীদের মন্দির-বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে তারা। এসময় সুনামগঞ্জের হিন্দু পল্লীতে সদ্য হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও শাখা ছাত্র মেত্রীর নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তারা বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুরা একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে। এসব ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন গড়ে উঠলেও নির্দিষ্ট সময়ের পর সব থেমে যায়। আমরা চাই শাল্লার এই ঘটনা সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনা হোক। তাই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সাথে ঘটনার পিছনে থাকা মাস্টারমাইন্ডদের খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি।”


সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা