সারাদেশ

বিউটি খান ঢাকায়, লরি চালক গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মিরসরাইয়ে লরি চাপায় মাইক্রোবাসের দুই যন্ত্র সংগীতশিল্পী নিহত ও ছয় জন আহতের মধ্যে গুরুতর আহত সংগীতশিল্পী বিউটি খানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনার জন্য দায়ী বেপরোয়া লরি চালক আক্কাস আলীকে (৬৮) চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার পাক্কা রাস্তার মাথা এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। সোমবার (১৫ মার্চ) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘাতক লরি চালক আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়। এর পর জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গাড়ি চালানোর এক পর্যায়ে ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। আক্কাস আলী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পৈরপাড়া গ্রামের মৃত আনু মিয়ার ছেলে।

তবে আশ্চর্যজনক হলেও সত্য ৬৮ বছর বয়সেও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। তাকে আমরা রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করব। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ফিরোজ হোসেন।

গত ১৩ মার্চ শনিবার একটি শো-তে অংশ নিতে কক্সবাজার যাওয়ার পথে ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই মস্তাননগর নাহার এগ্রোর সামনের ইউটার্নে সংগীত দল বহনকারী মাইক্রোবাসকে চাপা দেয় চট্টগ্রাম থেকে আসা একটি লরি।

এতে নিহত হন দুই যন্ত্রশিল্পী পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। এদের মধ্যে পার্থ অক্টোপ্যাড ও ড্রাম এবং হানিফ অক্টোপ্যাড বাজাতেন। তিনি পেশাদার যন্ত্র বাদকের পাশাপাশি সংগীত পরিচালকও। তিনি ঢাকার রামপুরার মালেক সরদারের ছেলে। হানিফ আহমেদ ও পার্থ গুহ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রজন্মের অসংখ্য শিল্পীর সঙ্গে বাদ্য বাজিয়েছেন।

এই দুর্ঘটনায় আহতরা হলেন- সংগীত শিল্পী বিউটি, তৌহিদ, লুৎফর রহমান, রঞ্জন, পাপ্পু ও রাহাত। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল তাৎক্ষণিকভাবে।

তবে একদিন চিকিৎসা নেওয়ার পর গুরুতর আহত সংগীতশিল্পী বিউটি খানকে অধিকতর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ মার্চ রোববার রাতে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্বামী রাজীব খান।

তিনি জানান, বিউটির ডান পা, ডান হাত ও বাম কাঁধে ফ্র্যাকচার হয়েছে। মুখে আঘাত লেগেছে, উপরের ঠোঁট কেটে গেছে। বিউটির চারটি দাঁত ভেঙে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, বিউটির হাত-পা আর কাঁধে দ্রুত অপারেশন করতে হবে।

সান নউিজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা