সারাদেশ

চট্টগ্রামে ছুরিকাঘাতে ওয়ার্ড আ.লীগ সম্পাদক খুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিনকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মো. বেলাল উদ্দিন খাগড়িয়া এলাকার মোহাম্মদখালী হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। তিনি খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ব্যবসা করতেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ জাহিদ নামে একজনকে আটক করেছে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (২৫ ফেব্রয়ারি) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের বোন চেনু আরা বেগম বলেন, বুধবার রাত ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় বেলাল। তৈয়ারপাড়া এলাকায় একা পেয়ে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ২টার দিকে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেলালের শরীরের ছুুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, খাগড়িয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এবং নূর মার্কেট এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দু‘পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় সাতকানিয়া থানায় বেশ কয়েকটি মামলাও হয়েছে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা