সারাদেশ

রাঙামাটিতে জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : প্রগতিশীল ও পেশাজীবী সাংবাদিকদের নিয়ে রাঙামাটি নবগঠিত প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছায় আনন্দিত নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তথ্য প্রযুক্তির এই যুগে মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমকে অবাধ ও স্বাধীনভাবে কাজ করতে নিরলস ভূমিকা পালন করে আসছে। ঠিক সেই সময়ে দেশের প্রথম শ্রেণির প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ায় জেলা শহরে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে সাংবাদিক সুশীল প্রসাদ (সভাপতি, রাঙামাটি প্রেসক্লাব) ও সাধারণ সম্পাদক, রাঙামাটি প্রেসক্লাব) নন্দন দেব নাথের নেতৃত্বে ৩৯ সদস্য বিশিষ্ট নবগঠিত রাঙামাটি প্রেসক্লাব গঠিত হয়েছে।

নবগঠিত প্রেসক্লাব ১ ফেব্রুয়ারি দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় জেলা পরিষদের প্রধান মূখ্য নির্বাহী আশ্রাফুল ইসলামকেও রাঙামাটি প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে এ জেলার উন্নয়নে ও জনস্বার্থে প্রিন্ড এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করছি। জেলা পরিষদের সকল কার্যক্রমে ও উন্নয়নের স্বার্থে সরাসরি আপনারা আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিষদের যে কোন বিষয়ে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমরা সবাই মিলে রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়নে কাজ করবো।

তিনি নবগঠিত প্রেসক্লাবের সকল সদস্যদের পাশে থাকবেন বলেও আশা প্রকাশ করেন। আপনারা জাতির বিবেক আপনাদের কাছে জাতি অনেক কিছু আশা করে। আপনাদের কলমের মাধ্যমেই এ জেলায় উন্নয়ন অগ্রগতি তরান্বিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি চৌধুরী হারুন অর রশিদ, সহ-সভাপতি মিলটন বড়ুয়া, নবগঠিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেব নাথ, অর্থ সম্পাদক এম.কামাল উদ্দিন, যুগ্ন সম্পাদক শান্তিময় চাকমা, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, দপ্তর সম্পাদক বিজয় ধর, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আলমগীর মানিক, সমাজ কল্যাণ সম্পাদক মিলটন বাহাদুর, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, আলোকিত রাঙামাটি অনলাইন পোর্টালের সম্পাদক জাবেদ নুর, নির্বাহী সম্পাদক উছিংসা রাখাইন কায়েস ও বিহারী চাকমা এবং সদস্য শিশির দাশ বাবলা দাশ, মহুয়া জান্নাত মনি, প্রান্ত দেবনাথ রনি, ইমতিয়াজ কামাল ইমন ও রোকসানা আক্তার পিংকিসহ আরো অনেকে।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা