সারাদেশ

বরিশাল বিভাগের ৮ পৌরসভায় ফের নৌকার জয়

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বরিশালের মেহেন্দিগঞ্জ ও গৌরনদীসহ বিভাগের আটটি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। যার মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে, সারা দেশের সাথে তৃতীয় ধাপে অনুষ্ঠিত বরিশাল বিভাগের আটটি পৌরসভা নির্বাচনে আটটিতেই আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। দু-একটিতে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেও বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র থেকে বেশী ভোট পেয়েছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ‘বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কামাল উদ্দিন খান ১০ হাজার ১৫১ ভোট পেয়ে তৃতীয় বারের ন্যায় মেয়র নির্বাচিত হয়েছে। এ পৌরসভায় ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খোকন পেয়েছেন ২ হাজার ৪৪১ ভোট। এছাড়া ২ হাজার ৪২৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি’র প্রার্থী জিয়াউদ্দিন সুজন।

নৌকা ১০ ১৫১ ভোট। ধান ২৪শ ২৮ ভোট হাত ২৪৪১ ভোট।

অপরদিকে গৌরনদী পৌরসভায় তৃতীয় বারের ন্যায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী হারিছুর রহমান হারিছ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন বিএনপি’র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান। যদিও ভোট শেষ হওয়ার আগেই অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, মেহেন্দিগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৭৩ জন এবং নারী ১২ হাজার ৭১৫ জন। ৯টি কেন্দ্রের ৭৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া, গৌরনদী পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৪০৮ জন। যার মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৬০৯ জন এবং পুরুষ ১৬ হাজার ৭৯৯ জন। ১৪টি ভোট কেন্দ্রে’র ৯৬টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

অপরদিকে, ‘ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ কবির খান ১৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোটের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুহাম্মাদ শাহজালাল। তিনি পেয়েছেন ৯২৪ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে ৩৭৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি’র প্রার্থী মজিবর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কে.এম মাসুদ পেয়েছেন ৩২৮।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ১০১ জন। যার মধ্যে পুরুষ ১২ হাজার ৫০ জন এবং নারী ভোটার ১২ হাজার ৫১ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৩টি এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

অপরদিকে, বরগুনা সদর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান মহারাজ মহারাজ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র শাহাদাত হোসেন ৬ হাজার ১৭৭ ভোট। পাথরঘাট পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন আকন বিজয়ী হয়েছেন।

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় বিএনপি’র প্রার্থী হুমায়ুন কবির দ্বিতীয় এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম তৃতীয় অবস্থানে আছেন।

অপরদিকে ভোলার দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৮৪০ ভোট।

তাছাড়া পিরোজপুরের স্বরুপকাঠি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

যৌনকর্মীদের ঘর ভাড়া দেওয়ার অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

পতিতাবৃত্তিতে লিপ্ত অভিযুক্তদের কাছে ঘর ভাড়া দেওয়ার অভিযোগে পটুয়াখালী জেলার ক...

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ছেড়ে দিল বিএনপি, হতাশ রুমিন ফারহানার সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির প্র...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা