সারাদেশ

ইপিজেডে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ব্যবসা নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিষয়ে কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আদমজী ইপিজেডের মারুহিশা পেসিফিক নামক এক পোশাক কারখানায় ব্যবসা করতো আসলাম নামে এক ব্যক্তি। দেড় বছর পূর্বে হুমকি দিয়ে জোরপূর্বক ঐ ব্যবসা তার কাছ থেকে ছিনিয়ে নেয় নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ভাই মাহবুব। সেই ব্যবসা মারুহিশা পেসিফিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিয়ে যান সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল সমর্থক সোহেল ও রনি। তারা উক্ত প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মতিউর রহমান মতির ভাই মাহবুব, মামুন ওরফে ভাগীনা মামুন, পানি আক্তার ও পেটকাটা মানিকসহ তার সহযোগীরা। পরবর্তীতে গত রোববার দুপুরে এ নিয়ে ইপিজেডের অভ্যন্তরে মারুহিশা ফ্যাক্টরির সামনে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে এক পর্যায়ে মঙ্গলবার রাতে উভয় গ্রুপে প্রশাসনের এক কর্মকর্তার মধ্যস্থতায় বৈঠকে বসে। তবে এতেও কোন প্রকার সমঝোতা হয়নি মতি গ্রুপ সদস্যদের চাপ প্রয়োগের কারণে। এক পর্যায়ে ব্যবসা ফিরে পেতে মরিয়া হয়ে পড়ে মতিউর রহমান মতির ভাই মাহবুব।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে মাহবুব, মামুন ওরফে ভাগীনা মামুন, পেট কাটা মানিকের নির্দেশে পানি আক্তার, মিজান, নুর হোসেন, শামীম, রমজান, ফয়সাল, রবিউল ২৫-৩০ জনের ক্যাডারবাহিনী সিরাজ মন্ডল গ্রুপের উপর চাকু, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সজল (২৮), কাউসার (৩০), হেলাল (২৫), সোহাগ (২৪), সজিব, মহিন ও সাকিব, মিজান (৩৫), হৃদয় (২৪), স্বপনসহ (৩৮) ১৫ জন আহত হয়।

এ ঘটনায় আহত হেলাল জানায়, আদমজী ইপিজেটে অবস্থিত মারুশিয়া পোশাক কারখানায় আমরা কয়েকজন কাজ করার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, আদমজী ইপিজেডে মতিউর রহমান মতি, তার আত্মীয়-স্বজন এবং সহযোগীরা আদমজী ইপিজেডের ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টি প্রতিষ্ঠানের সঙ্গে প্রভাব খাটিয়ে ব্যবসা করে আসছে। এতে খোদ সরকারি দলীয় অন্যান্য নেতাকর্মীরা কাউন্সিলর মতিউর রহমান মতির উপর ক্ষোভ প্রকাশ করেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বঙ্গবন্ধ ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলার শাখার সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল জানান, আদমজী ইপিজেডের ২৬টি প্রতিষ্ঠানসহ প্রায় সকল প্রতিষ্ঠানের সঙ্গেই মতিউর রহমান মতি ও তার স্বজন, সমকর্থরা ব্যবসা করছে। আমাদের কয়েকজন সমকর্থক দু’একটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করলেও তা ছিনিয়ে নিতে চাচ্ছে। বৃহস্পতিবার আমাদের সমর্থকরা ইপিজেডে ঢুকলে মতিউর রহমান মতির সমর্থক পানি আক্তারের লোকজন হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানার যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি বলেন, আমার ছোট ভাই মাহবুব আদমজী ইপিজেডের একটি কারখানায় ব্যবসা করছে। এতে সিরাজ মন্ডলের লোকজন বাধা দেয়। এ নিয়ে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তারপরও আমাদের কয়েকজন সমর্থকের উপর সিরাজ মন্ডলের সমর্থকরা হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, আদমজী ইপিজেডের ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। বিকেলে ৪টা পর্যন্ত কোন পক্ষই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া নিচ্ছি।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণের দাবি

নিজস্ব প্রতিনিধি: নিজের পিএইচডি নিয়ে জালিয়াতিসহ নানা দুর্নী...

ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়...

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

টঙ্গীবাড়িতে আরিফ হালদারের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

এসএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস...

সড়ক দুর্ঘটনায় চালক নিহত

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার ফ...

হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও‌য় জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে...

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর...

মুখ খুললেন মনোজ

বিনোদন ডেস্ক: ব্যস্ত সময় পার করছে...

রোহিঙ্গা হেড মাঝিকে হত্যা

জেলা প্রতিনিধি: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে তুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা