সারাদেশ

শ্রেষ্ঠ জয়িতা রুবিনাকে সংবর্ধনা

স্বপন দেব, মৌলভীবাজার : “সমাজ উন্নয়নে অসামান্য অবদান নারী” ক্যাটগরীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা গ্রহণ করায় দুর্নীতে মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শ্রেষ্ঠ জয়িতা রুবিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছো ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক ও “সমাজ উন্নয়নে অসামান্য অবদান নারী” ক্যাটগরীতে কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতা রুবিনা আক্তার।

অনুষ্ঠানের শুরুতেই সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দরা রুবিনাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. জাফর ইকবাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, জ্যের্তিময় চক্রবর্তী, মো. জব্বার তালুকদার, সিনিয়র সদস্য মোবাশ্বির আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, যুব ফোরামের সহ-সাধারণ সম্পাদক এমএ সামাদ, সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম সুলতান, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মো. মঈনুল হক, সাহাবুদ্দিন, রিপন মিয়া, সাংবাদিক রুবেল রানা চৌধরী, নাছরিন প্রিয়া, ফজলুর রহমান, বুলবুল খান, রাহাত আহমদ সিফন, বিকাশ দাশ, যাদু মনি ধর, মো. ছালেহ আহমদ, মো. তাজ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের তোয়াহিদ মিয়ার স্ত্রী রুবিনা আক্তার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন একজন স্বেচ্ছাসেবী মহিলা হিসেবে। সমাজ উন্নয়নে তার এই অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় তাকে ২০২০ সালে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করেন। বেকার স্বামীর গরীব সংসারেই একে একে রুবিনার দুই ছেলে ও দুই মেয়ের জন্ম হওয়ার পর সংসার যখন করুণ অবস্থায় পদার্পণ করে, তখন তিনি নিজেই হাল ধরেন সংসারের। ২০০২ সালে কাজে যোগ দেন একটি ইন্সুরেন্স কোম্পানীতে। কাজ করতে গিয়ে গ্রামের মানুষের কাছে খারাপ মেয়ে হিসেবে চিহ্নিত হয়ে নানাজনের নানা মন্তব্যের কারণে তিনি ইন্সুরেন্সের কাজ ছেড়ে প্রাইভেট পড়াতে লাগলেন। এসএসসি’র মতো কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি এখানেও বিভ্রান্তিতে পড়েন। ছাত্র-ছাত্রী কম এবং বেতনও কম থাকায় তিনি সংসারসহ ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন। সে অবস্থায় তার ইন্সুরেন্স জীবনে কাজ করার সময় অবলোকন করা-নারীদের প্রতি সমাজের বিভিন্ন অসংগতি বিষয়গুলো তাকে ভাবিয়ে তুলে।

নারী নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম, ন্যায় বিচারহীনতাসহ সমাজের অবহেলিত নারীদের দুঃখ কষ্ট মনে নাড়া দেয়। এক পর্যায়ে তিনি স্বেচ্ছায় বিভিন্ন মানবাধিকার সংগঠন নিয়ে কাজ করেন। নিজের সংসার, সন্তানের ভরণ পোষণের খরচ এবং সমাজের অবহেলিত বিপন্ন নারীদের নিয়ে কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন সময় নিজের সম্বল হাঁস-মুরগি, ডিম, ছাগল, সবজি ইত্যাদি বিক্রি করতে বাধ্য হন।

একজন সমাজসেবক হিসেবে তিনি যখনই কোন অন্যায়ের প্রতিবাদ করেছেন তখনই তাকে “একজন নারীর এমন বেহায়াপনার মতো কাজ করা ঠিক নয়” বলে অপমান করা হয়েছে। তারপরও তিনি থেমে থাকেননি। ঝড় তুফানে কারো ঘর ভেঙ্গে গেলে বাঁশ দিয়ে সাহায্য করেছেন। মেম্বার, চেয়ারম্যানের তহবিল থেকে কাউকে ভাতা, ত্রাণ এনে দিয়েছেন। কারো কোন সমস্যা হলে- যেখানে গেলে সমস্যার সমাধান হবে সেখানে নিয়ে গেছেন। অসুস্থ রোগীকে তার চিকিৎসার বন্দোবস্ত করেছেন।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণের দাবি

নিজস্ব প্রতিনিধি: নিজের পিএইচডি নিয়ে জালিয়াতিসহ নানা দুর্নী...

ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়...

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

টঙ্গীবাড়িতে আরিফ হালদারের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

এসএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস...

সৌদি পৌঁছালেন ১২৬৪৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: হজ পালনের উদ্দে...

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

নোয়াখালীর প্রতিনিধি: নোয়াখালীর সদ...

ভোলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উঠান সভা 

ভোলা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলা...

তিন লাখ ফিলিস্তিনি রাফা ছেড়ে পালিয়েছেন 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংস...

গাইবান্ধায় বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক

গাইবান্ধা প্রতিনিধি: কৃষকের সোনাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা