সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভ্যাকসিন সংরক্ষণে স্বাস্থ্য প্রশাসন তৎপর

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : দেশে করোনার ভ্যাকসিন আসায় ঠাকুরগাঁওয়ে সংরক্ষণ এবং প্রয়োগে সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য প্রশাসন। ইতোমধ্যে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের ১০টি ফ্রিজের মধ্যে ২টি ফ্রিজ ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ভ্যাকসিন এলেই সেখানে যথা নিয়মে সংরক্ষণ করা হবে।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য ৬ সদস্যের ভ্যাকসিনেটর টিম গঠন করা হয়েছে। তাদের মধ্যে ২ জন চিকিৎসক করোনার টিকা প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা ফিরে এলে অন্যান্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সিভিল সার্জন অফিসের স্টোর কিপার হেলাল উদ্দীন জানান, ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে ১০টি ফ্রিজ রয়েছে। এর মধ্যে ২টি ফ্রিজ থেকে রুটিন ভ্যাকসিন সরিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ২টি ফ্রিজ করোনার ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন অফিসের অপর কর্মচারী বদরুজ্জামান লেমন জানান, এখানে করোনার
ভ্যাকসিন সংরক্ষণে কোন সমস্যা হবে না। যথারীতি সকাল বিকালে তাপমাত্রা রেকর্ড করা হবে। তারপরও জেলায় ৭টি ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়। ঢাকা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রুটিন ভ্যাকসিনের পাশাপাশি করোনার ভ্যাকসিন সংরক্ষণের। তারপরও চাহিদা অনুযায়ী ফ্রিজ এলে ভাল হয়।

সিভিল সার্জন ড. মাহফুজার রহমান সরকার জানান, করোনা ভ্যাকসিন সংরক্ষণের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পর্যায়ের যে স্টোর রয়েছে তার মধ্যে ২টি আইএলআর ফ্রিজ প্রস্তুত রয়েছে। সেখানে প্রাপ্ত ভ্যাকসিনসমূহ রাখতে পারব। উপজেলা পর্যায়েও একটি করে আইএলআর ফ্রিজ প্রস্তুত রাখা হয়েছে। কাজেই জেলা ও ইপজেলা পর্যায়ে ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতি আমাদের রয়েছে। তারপরও ৭টি নতুন ফ্রিজের চাহিদা দেওয়া হয়েছে। বেশি পরিমাণে ভ্যাকসিন এলে যাতে তা সংরক্ষণে অসুবিধা না হয়। এখন যে পরিমাণ ভ্যাকসিন আসার কথা তা সংরক্ষণে কোন সমস্যা হবে না।

তিনি আরও বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য ৬ সদস্যের টিম প্রস্তুত করা হয়েছে। ২ জন
ভ্যাকসিন পুশ করবেন। ৪ জন থাকবেন স্বেচ্ছাসেবী। তাদের প্রশিক্ষণ খুব শীঘ্রই শুরু হবে।সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালে প্রথম পর্যায়ে ভ্যাকসিনেটর কার্যক্রম শুরু হবে।পর্যায়ক্রমে তা ইউনিয়ন পর্যায়ে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫০২ জন। যাদের মধ্যে ১৪০৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। মারা গেছে ২৯ জন।


সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা