সারাদেশ

নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক : করোনার মহামারির কারণে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিচ্ছেন শিক্ষকরা।

শুক্রবার (১ জানুয়ারি) দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেয়া হচ্ছে। করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছেন। নতুন শ্রেণির নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরাও খুশি। তাদের এখন অপেক্ষা কবে তারা স্বাভাবিকভাবে আবারও নিজেদের প্রিয় বিদ্যালয়ে ফিরতে পারবে।

অনেকে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে এসে বই নিচ্ছেন। তবে মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুল থেকে বই নিচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

করোনার সংক্রমণের কারণে এবার একদিনেই সব শিক্ষার্থী নতুন বই পাবে না। কয়েক দিন ধরে ভাগ ভাগ করে এই বই দেয়া শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের বারবয়লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ বই বিতরণ শুরু করেন। শিক্ষক-শিক্ষিকাগণ এলাকা ভিত্তিক ভাগ করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দিচ্ছেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, নির্দেশনা অনুযায়ী আমরা কয়েকটি এলাকা ভাগ করে শিক্ষার্থীদের বই পৌঁছে দিচ্ছি। কিন্তু নতুন বই পাওয়ার আগ্রহ ও আনন্দে অনেক ছাত্র-ছাত্রী স্কুলেও চলে এসেছে। যদিও তাদের আগেই জানানো হয়েছে যে বই পাওয়ার জন্য স্কুলে আসার প্রয়োজন নেই।

স্কুল থেকে বই গ্রহণ করে আনন্দিত মোর্শেদা আক্তার জুঁই বলে, বছরের প্রথম দিন নতুন বই পেয়ে তার খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে অনেক দিন পর স্কুলে এসেছি। এক সঙ্গে অনেককে পেয়েছি। আজ স্কুলে অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে।

এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় সাড়ে ৩৪ কোটি বই বিতরণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এদিন স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি সারা দেশে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। তবে এবার করোনার সংক্রমণের কারণে উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই দেয়া সম্ভব হচ্ছে না।

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সবশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই ছুটি আছে।

সান নিউজ/সালমান/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্ট...

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল 

নিনা আফরিন, পটুয়াখালী: আগামীকাল...

নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব...

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: কিরগিজস্তানে বা...

শিশু কেনাবেচা চক্রের মূল হোতা গ্রেফতার

নিজম্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা থেকে ২ বছর বয়সী মোসাম্মদ ম...

গজারিয়ার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: প্রথ...

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইরানের প্রেসিডে...

রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিড...

তাপপ্রবাহে ক্লাশ পরিচালনায় নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলমান দাবদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা