সারাদেশ

মেয়েকে ধর্ষণচেষ্টার মামলা করায় বাবা-মাকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার কারণে বাবা-মাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। ঘটনাটি ঘটেছে বরগুনার বামনা উপজেলায়।

এ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ার অভিযোগ এনে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

লিখিত বক্তব্য তিনি বলেন, “গত ১ নভেম্বর দুপুরে প্রতিবেশী হযরত আলীর ছেলে ওহাব (৩৫) তার মেয়েকে জোর করে ওহাবের বাড়ির সামনে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন ছাত্রী চিৎকার করলে তার বাবা তাকে উদ্ধার করে। এক পর্যায়ে ঘটনাস্থলে আইয়ুব আলী, বাবুল ও ইউসুফ এসে ওই ছাত্রীর বাবাকে মারধর করে। মেয়ের সামনে বাবাকে বিবস্ত্র করে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এসে তার বাবাকে রক্ষা করে।”

এ ঘটনায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই ছাত্রীর মা বাদী হয়ে ওহাবসহ চার জনকে আসামি করে মামলা করেন। মামলাটি বামনা থানায় এজাহার হওয়ার পর ওই ছাত্রী ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, “এ ঘটনার পর আসামিরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছে। আসামিরা পুলিশের সঙ্গে ঘোরাফেরা করে অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না। আসামিরা আমাদের মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার স্ত্রীকে খুন করার হুমকি দিচ্ছে। আসামিদের ভয়ে আমরা মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।”

এদিকে আসামি ওহাবের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা বামনা থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন বলেন, “আসামিরা এলাকায় নেই। তাদের ফোনও বন্ধ। তারপরও তাদের গ্রেফতার করার চেষ্টা করে যাচ্ছি। তবে প্রাথমিক তদন্তে যতটুকু জেনেছি ঘটনা অন্য রকম। একটি হাঁস নিয়ে ঘটনার সূত্রপাত।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভ...

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে যে তাপপ্র...

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়...

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার...

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ যাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা